সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজো মানেই বাজির ধোঁয়া আর চোখ ধাঁধানো আলো। শহর হোক বা মফস্সল সব জায়গাতেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অনবরত চলছে বাজি পোড়ানোর উৎসব। তবে, আনন্দে মেতে উঠে যেন অন্য কারও বিপদ না ঘটে যায় অজান্তেই! বাজির ধোঁয়া শুধু যে ফুসফুসের জন্যই বিপজ্জনক তা কিন্তু নয়! এই ধোঁয়া ক্ষতি করতে পারে আপনার চোখেকেও। কীভাবে?
বাজির ধোঁয়ায় থাকে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ। সালফার ডাই-অক্সাইড, বেরিয়াম অক্সাইড, পটাশিয়াম নাইট্রেট, চারকোল এবং অন্যান্য বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে। বাজি পোড়া ছাই-এর ছোট ছোট কণা বাতাসের সঙ্গে মিশে গিয়ে সহজেই ক্ষতি করতে পারে আপনার চোখের। এর ফলে চোখের চুলকানি, চোখ জ্বালা, চোখ ফোলা ভাব, চোখ থেকে জল পড়া কিংবা চোখে অ্যালার্জিও হতে পারে। এমনকী বাজি ফাটাবার সময় তা ছিটকে এসে সরাসরি চোখের ক্ষতিও করতে পারে। বাজি ছিটকে এসে চোখের কর্ণিয়ায় লাগলে দৃষ্টিশক্তি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ফুলঝুরি-রংমশাল, তুবড়ি কিংবা রকেট জাতীয় বাজি পোড়াবার সময় সবচেয়ে বেশি আশঙ্কা থাকে তা ছিটকে চোখে লাগার। তাই আগাম সতর্কতা প্রয়োজন।
(১) চোখের সুরক্ষার জন্য চশমা পরুন। পলিকার্বোনেট গ্লাস সাধারণ কাচের চেয়ে প্রায় ২৫০ গুণ বেশি শক্তিশালী। এটি পরে চোখকে কিছুটা সুরক্ষিত রাখা যায়।
(২) ভুলেও কন্ট্যাক্ট লেন্স পরে বাজি পোড়াতে যাবেন না। এটি গলে গিয়ে দৃষ্টিশক্তি চলে যেতে পারে।
(৩) বাজি পোড়ানোর জায়গায় বড় এক বালতি জল রাখুন। এক নাগাড়ে বাজি পোড়াতে থাকলে অনেক সময় চোখ জ্বালা করে। তখন ওই জল দিয়ে চোখ ধুয়ে নিন। বাজি পোড়ানো শেষ হলে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
(৪) ছোটদের হাতে ভুলেও কোনও বাজি দেবেন না। তাদেরকে বাজি থেকে দূরে রাখুন।
(৫) বাজি পোড়ানোর সময় সুতির পোশাক পরে থাকুন।
