সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রদীপের আলো, মোমবাতি আর বাজারচলতি রকমারি আলোর খেলায় উজ্জ্বল হয়ে ওঠে আলোর উৎসব দীপাবলি। তবে আলোর খেলা ঠিক যতটা মন ভালো করে ঠিক ততটাই এই উৎসবে শব্দবাজির ভয়ংকর শব্দ আমাদের নানা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। শুধু মানুষেরই নয়, একইসঙ্গে বাড়ির পোষ্য ও পথসারমেয়দের এই দিনগুলোতে অসহায় অবস্থা চোখে দেখা যায় না। আপনার প্রাণের প্রিয় পোষ্যের যত্ন এই উৎসবের মরশুমে কীভাবে নেবেন? কীভাবে তাকে ভালো রাখবেন জেনে নিন।
মাথায় রাখবেন শব্দ বাজির বিকট আওয়াজেই যে শুধু আপনার পোষ্য ভয় পেতে পারে বা তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমনটা নয়। একইসঙ্গে বাজির ধোঁয়ায় তার শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন নার্ভের সমস্যা, শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণের মতো নানা বিষয় মাথাচাড়া দিতে পারে। তাই বিশেষজ্ঞ মহল বলছে এই সময়টা আপনার পোষ্যকে ঘরের ভিতরেই রাখার চেষ্টা করুন। যথাসম্ভব ঘরের দরজা, জানালা বন্ধ করে রাখুন যাতে বাজির শব্দ ও ধোঁয়ার সংস্পর্শে সে যেন আসতে না পারে। যে কোনও সমস্যায় পশু চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পোষ্য যদি কোনওভাবে বাজির শব্দে ভীত হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে তাকে ওই মুহুর্তে আরামদায়ক ভাবে রাখার জন্য নানা চেষ্টা করবেন ঠিকই। তবে তা যেন অতিরিক্তি না হয় এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। পোষ্যকে নিজের মতো করে জায়গা খুঁজে নিতে দিন। ওরা ওদের সুবিধা মতো বাড়ির সঠিক কোণ খুঁজে নেবে নিজেদের ভালো রাখতে।
তবে শুধুই বাড়ির পোষ্যই নয়, একইসঙ্গে পথপশুরাও এই সময় মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ে। গায়ে বাজি ছুঁড়ে দেওয়া থেকে ভয় দেখানোর মতো নানা পরিস্থিতির সম্মুখীন হয় পথপশুরা। এক্ষেত্রে আপনার এলাকায় যথাসম্ভব সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করুন। প্রয়োজনে তাদের গলায় 'রিফ্লেকটিভ আইডি কলার' পরানোর চেষ্টা করুন। যাতে ভয়ে স্থান ত্যাগ করে অন্য কোথাও আশ্রয় নিলেও যাতে আপনি তাকে খুঁজে বের করতে পারেন। এই পরিস্থিতি কাটিয়ে উঠলে তাকে পর্যাপ্ত খাবার ও জল দিন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন ও প্রাথমিক চিকৎসার উপায় নিজে জেনে রাখার চেষ্টা করুন। যাতে বিপদের সময় আপনি প্রাথমিক চিকিৎসাটুকু দিয়ে শুশ্রূষা করতে পারেন।
