shono
Advertisement

সার্জারির পর কাজ করছে না ইমানের ব্রেন, দাবি বোনের

সার্জন মিথ্যাবাদী, তোপ স্থূলতমার পরিবারের। The post সার্জারির পর কাজ করছে না ইমানের ব্রেন, দাবি বোনের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:39 PM Apr 25, 2017Updated: 01:09 PM Apr 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের স্থূলতম মহিলা ইমান আহমেদ৷ বাড়ি মিশরে৷ ওজন ছিল ৫০০ কিলোগ্রামের চেয়ে খানিকটা বেশি৷ চিকিৎসক মুফজ্জল লাকড়াওয়ালা ইমানের অস্ত্রোপচারের কথা বিশদে জানিয়ে একটি অনলাইন প্রচার চালিয়েছিলেন৷ উদ্দেশ্য ছিল চিকিৎসার অর্থ সংগ্রহ৷ সেই সাধু উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ প্রতিশ্রুতি দিয়েছিলেন সবরকম পরিস্থিতিতে ইমানের পাশে থাকার৷ মুম্বইয়ের সইফি হাসপাতালে শুরু হয় ইমানের অস্ত্রোপচার৷ দু’ মাসে প্রায় ২৫০ কিলোগ্রাম ওজন কমে ইমানের৷ এরপরই মারাত্মক অভিযোগ আনলেন ইমানের বোন শাইমা সেলিম৷ জানালেন, ভারতীয় চিকিৎসকরা ইমানকে সঠিক পথে চিকিৎসা করছেন না৷ ইমানের সুস্থ হয়ে ওঠার ব্যাপারেও মিথ্যা বলছেন তাঁরা৷ এরপরই তিনি সরাসরি অভিযোগের আঙুল তোলেন চিকিৎসক মুফজ্জল লাকড়াওয়ালার দিকে৷

Advertisement

[থমথমে অভয়পুরের অপেক্ষা, ওই বুঝি তেরঙ্গায় মুড়ে এল অরূপের দেহ]

মার্চে স্লিভ গ্যাসস্ট্রোস্টমি অস্ত্রোপচারের সময়ে ইমানের পাকস্থলীর খানিকটা অংশ কেটে বাদ দেওয়া হয় (পাকস্থলীর আকার পূর্বের ১৫ শতাংশ)৷ বাদ দেওয়া হয় অতিরিক্ত ফ্যাট৷ এর ফলে কমে যায় খাদ্যগ্রহণের পরিমাপ৷ পরবর্তীতেও বেশ কয়েকটি বেরিয়াট্রিক সার্জারি জরুরি বলেও জানান চিকিৎসকরা৷ কিন্তু শাইমার দাবি, ইমান একটুও সুস্থ হননি৷ গত দেড় মাস ধরেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি৷ আরও একটি মারাত্মক অভিযোগ করেন শাইমা৷ তাঁর বক্তব্য, ভুল ওষুধ দিয়ে মস্তিষ্কের কার্যকলাপ বন্ধ করে রাখা হয়েছে ইমানের৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শাইমা বলেন, ইমানের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে৷ তাঁর চোখ-মুখ নীল হয়ে গিয়েছে৷ দ্বিতীয়বার স্ট্রোক হয়েছে তাঁর৷ এমনকী, মুম্বইয়ে আসার পর বেশ কয়েকবার মৃগীর আক্রমণে খিঁচুনিও দেখা দিয়েছিল তাঁর৷ থ্রম্বোসিসের আক্রমণের কথাও বলেন তিনি৷ ফিডিং টিউব ব্যবহার করায় ইমান নিশ্বাস নিতে পারছেন না৷

[২০ বছর পর পাকিস্তানে খুলছে বন্ধ শিব মন্দির, নির্দেশ আদালতের]

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন লাকড়াওয়ালা৷ তিনি জানান, ইমানের স্নায়বিক পরিস্থিতি দেখতে সিটি স্ক্যানও করা হয়েছে তাঁর৷ শামিমের মত, ইমানকে মিশরে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন না শাইমা৷ তাই তিনি মিথ্যা অভিযোগ আনছেন৷ কারণ চিকিৎসা শুরুর ১৫ দিন পরেই হাসপাতাল থেকেই বলা হয়েছিল ইমানকে মিশরে নিয়ে যেতে পারেন শাইমা৷ তবে আর্থিক কারণেই তা চাননা৷ ইমানের অস্ত্রোপচারের পরই দ্রুত সুস্থ হতে থাকেন তিনি৷ ওজন কমতে থাকে৷ তাঁর দাবি, বর্তমানে ইমানের ওজন ১৭১ কিলোগ্রাম৷ তাঁর কিডনি, হার্ট (হৃদযন্ত্র)ও ফুসফুসের অবস্থার উন্নতি হচ্ছে৷ সঠিক ফিজিওথেরাপির সাহায্যে নিলে মৃত্যুর মুখ থেকে ফিরে ইমান নিজে চলাফেরা করতেও সক্ষম হবেন৷

[পর্ন দুনিয়ায় ঝড় তুললেন এই তারকা, জানেন কী করলেন?]

The post সার্জারির পর কাজ করছে না ইমানের ব্রেন, দাবি বোনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement