shono
Advertisement

একটানা বৃষ্টিতে জেরবার হায়দরাবাদ, জারি সতর্কতা

একটানা বৃষ্টির ফলে স্বভাবতই জল জমে গিয়েছে বিস্তীর্ণ এলাকায়৷ জারি করা হয়েছে কড়া সতর্কতা৷
Posted: 04:41 PM Sep 21, 2016Updated: 11:11 AM Sep 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টির জেরে  জেরবার হায়দরাবাদ৷ জানা গিয়েছে, প্রবল বর্ষণের ফলে বুধবার হায়দরাবাদ শহর-সহ বেশ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ কুকাটপল্লি, আলওয়ার, কুতুবুল্লাপুর, মল্লাজগিরির মতো অঞ্চলগুলিতে মঙ্গলবার সারারাত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে৷ একটানা বৃষ্টির ফলে স্বভাবতই জল জমে গিয়েছে বিস্তীর্ণ এলাকায়৷ জারি করা হয়েছে কড়া সতর্কতা৷

Advertisement

কেবল কুতুবুল্লাপুরেই বৃষ্টি হয়েছে ১৫.৬ সেন্টিমিটার৷

এর পাশাপাশি, রামচন্দ্রপুরম, মাধোপুর, বালানগরেও তীব্র বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে, ৩০.৫ মিলিমিটার, ২৪.৭৫ মিলিমিটার এবং ১৯.২৫ মিলিমিটার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement