রিঙ্কি দাস ভট্টাচার্য: ফের রাজ্যের আকাশে নিম্নচাপের ভ্রুকুটি৷ রবিবার বিকাল থেকে ফের রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার রাজ্যে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ৷ তবে, রাজ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস জারি হলেও নিম্নচাপের অবস্থান এখনও স্পষ্ট করতে পারেনি হাওয়া অফিস৷ তবে, নিম্নচাপটি ওড়িশার দিকে এগোলে কিছু হলেও ভারী বৃষ্টির হাত থেকে ছাড় পাবে বাংলা৷ রবিবার দুপুরের পর থেকে রাজ্যের বৃষ্টির পূর্বাভাস জারি হলেও বাতাশে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় জারি থাকবে অস্বস্তি৷
[ফের রং বদল, শহরের অটো এবার সাজবে নীল-সাদায়]
আগস্টের প্রথম সপ্তাহেই একটি নিম্নচাপের জেরে ভেসেছিল দক্ষিণবঙ্গ। একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা-সহ জেলার বিভিন্ন এলাকা। এক দিনে ৩০০ মিলিমিটারের বেশি বর্ষণে বাঁকুড়া শহরে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়। জলের তোড়ে ভেসে যায় পাকা বাড়ি। সেই কারণে উপকূলের জেলাগুলির প্রশাসনকে বিপর্যয় মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে৷ তবে, নতুন করে বাংলার আকাশে নিম্নচাপের ভ্রুকুটি দেখা দেওয়ায় নিচু এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে৷
[ভুল চিকিৎসার জেরে মহিলার মৃত্যুর অভিযোগ, উত্তাল উলুবেড়িয়া হাসপাতাল]
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে৷ যদিও নিম্নচাপের অবস্থান এখনও স্পষ্ট নয়৷ ফলে, নিম্নচাপের বৃষ্টি বাংলা না ওড়িশায় প্রভাব ফেলবে তা এখনও বলা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে হাওয়া অফিস৷ তবে, অবস্থান স্পষ্ট না হলেও রবিবার বিকাল থেকে আগামী কয়েকদিন রাজ্য বৃষ্টির পরিমাণ বাড়বে তা একপ্রকার নিশ্চিত আবহাওয়া বিজ্ঞানীরা৷
[অসুস্থ কিংবদন্তি সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, ভরতি হাসপাতালে]
The post ফের রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ appeared first on Sangbad Pratidin.