shono
Advertisement

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধের উপায় জানেন তো?

কী কী করবেন? The post বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধের উপায় জানেন তো? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:47 PM Oct 08, 2017Updated: 01:42 PM Sep 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের থাবা বসাচ্ছে মারণ ডেঙ্গু। শহর ও শহরের উপকণ্ঠে একাধিক ডেঙ্গু আক্রান্তের সন্ধানও মিলছে। উপরন্তু কোনও কোনও জায়গায় দেখা যাচ্ছে অজানা জ্বরের প্রকোপ। ফলে বেশ চিন্তায় সাধারণ মানুষ। ডেঙ্গুর মতো রোগের থাবা থেকে বাঁচতে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখুন।

Advertisement

ডেঙ্গুর লক্ষণগুলি কী কী?

১) আচমকা প্রবল জ্বর।

২) জ্বরের সঙ্গে বেশ মাথা যন্ত্রণা।

৩) মাসল ও জয়েন্টে যন্ত্রণা।

৪) ক্লান্তি ও ঘুমঘুম-আচ্ছন্ন ভাব।

৫) চামড়ায় ব়্যাশ দেখা যেতে পারে।

৬) পায়ের পাতা বেশ ঠাণ্ডা থাকা।

৭) রক্তচাপ কমে যাওয়া।

[  জানেন, কেন গসিপে বেশি মেতে ওঠেন মহিলারা? ]

এই লক্ষণগুলি প্রকাশ পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তবে তার আগে বেশ কিছু প্রতিরোধক ব্যবস্থা নিতে পারেন। মশা এই রোগের প্রধান বাহন। তাই মশার হাত থেকে যত দূরে থাকা যায় ততই ভাল। কী কী করবেন?

১) বাড়িতে একটি তুলসী গাছ রাখুন। তুলসীর আয়ুর্বেদিক গুণ তো সকলেরই জানা। এ গাছ থাকলে মশারাও সহজে ঘরে ঢুকতে পারে না।

২) মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়িতে অল্প করে কর্পূর পোড়াতে পারেন। এতে মশারা দূরে থাকে।

৩) ঘরের ও আশেপাশের কোথাও জল জমতে দেবেন না। ফাঁকা পাত্র থাকলে অবশ্যই তা পরিষ্কার করুন। দরকার হলে ব্লিচিং পাউডার দিতে পারেন।

৪) শুধু জমা জল নয়, ডাস্টবিনও নিয়মিত পরিষ্কার করুন। ঘরের কোনও কোণায় জঞ্জাল যেন জমে না থাকে।

৫) কুলার ব্যবহার করলে অবশ্যই নিয়মিত তা পরিষ্কার করুন।

৬) মসকুইটো রিপেলেন্ট ব্যবহার করুন। এই সময়টা মশারি ব্যবহার করাই শ্রেয়।

[  যদি যেতে হয় ঘুমের দেশে, তবে খেতেই হবে এই খাবারগুলি ]

The post বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধের উপায় জানেন তো? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার