সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা মানে কি শুধুই শরীর শরীর খেলা? কামনার আগুনে যেনতেন প্রকারেণ ডুব দিলেই কেল্লাফতে হবে, এমন ভাবা কিন্তু ভুল। সঙ্গমের আগে এমন ভুল ভাবনা দূর করুন। তবেই তো হবে চরম সুখের অনুভূতি। সারা শরীরে ছড়িয়ে পড়বে তৃপ্তির শিহরণ।
শাসনের গণ্ডিতে যৌনশিক্ষা উপেক্ষিত থেকে যায়। ফলে একটা সময় পর্যন্ত অনেকের ধারণা থাকে, যৌনতা মানে শুধুই দুটি মানুষ নগ্ন অবস্থায় পাশাপাশি শুয়ে থাকা কিংবা একে অন্যকে জড়িয়ে ধরা। বড়জোর চুম্বন করা। এর একটা বড় কারণ সিনেমা ও টেলিভিশন। প্রত্যেক বয়সের কিছু চাহিদা থাকে, সেই চাহিদা পূরণের সঠিক পথ জানতে হয়। তাই যৌনতার পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কন্ডোমের বিষয়ে অনেকেই জানেন। কিন্তু এর ব্যবহার সম্পর্কে কতজনের সম্যক ধারণা রয়েছে? অনেকে অতি সতর্ক হয়ে একইসঙ্গে দু’টি কন্ডোম ব্যবহার করেন। তা একেবারেই উচিত নয়। দুটি কন্ডোম একসঙ্গে ব্যবহার করলে ঘর্ষণের সৃষ্টি হয় এবং তার জেরে কন্ডোম ছিঁড়েও যেতে পারে।
অনেকেরই ধারণা কেবলমাত্র পুরুষরা হস্তমৈথুন করতে পারেন। একথা সম্পূর্ণ ভুল। নারী শরীরেও যৌনতার প্রবল চাহিদা থাকে এবং তাঁরাও মৈথুন করতে সক্ষম। তার জন্য খেলনার কমতি বাজারে নেই। যখন যেমন প্রয়োজন, তেমন জোগান। এখন তো অনলাইনের সুবিধাও রয়েছে। তাই না?
পুরুষদের অনেকে মনে করেন যৌনাঙ্গ সঠিক সময়ে বের করে নিতে পারলেই সঙ্গীর অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা থাকে না। একথা আদতে সত্যি নয়। তাই নিরোধ ব্যবহার করাই সবচেয়ে ভালো উপায়। অসুরক্ষিত মিলনে যৌনরোগ ছড়ানোর সম্ভাবনাও তো থাকে।
প্রথমবার ইরেকশন হলে অনেকেই ভয় পেয়ে যান। ভাবেন তা অস্বাভাবিক কিছু। এ কারণেই ছোটবেলা থেকেই যৌনশিক্ষা প্রয়োজন, যাতে নিজের শরীরের পরিবর্তন সম্পর্কে নারী-পুরুষের মনে আগে থেকেই ধারণা থাকে।
সাধারণত, প্রথম যৌনমিলনের সময় নারীর যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়। এ দিয়ে অনেক সময় নারীর সতীত্বের বিচারও করা হয়। কিন্তু সবসময় এমনটা নাও হতে পারে। অন্য অনেক কারণেই 'সতীত্বের পর্দা'টি ছিঁড়ে যেতে পারে। ফলে কোনও নারীর সঙ্গে প্রথম যৌনতা মানেই যে তাঁর যোনি থেকে রক্তপাত হবে, তা ভাবা ভুল।