shono
Advertisement
Intimate tips

নতুন বছরে বিছানা কাঁপাবে ৩ নয়া সঙ্গম কায়দা! প্র্যাকটিস শুরু হোক আজ থেকেই

নতুন বছর মানেই জীবনকে আরও রঙিন করতে, নতুন কিছু ট্রাই।
Published By: Akash MisraPosted: 05:15 PM Dec 27, 2024Updated: 05:15 PM Dec 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর মানে নতুন প্ল্য়ান, নতুন রেজোলিউশন। নতুন বছর মানেই জীবনকে আরও রঙিন করতে, নতুন কিছু ট্রাই। তাই আদরেও এবার আসুক নতুন কিছু। হ্যাঁ, যৌন বিশেষজ্ঞরা বলছেন, নতুন বছরে বিছানায় ঝড় তুলতে একেবারে হাতে গরম ৩ সঙ্গম কায়দা আপনাকে এবং আপনার সঙ্গীকে উত্তেজনায় ভরিয়ে তুলবে। কাজের চাপে যাঁদের যৌন জীবন বোরিং। তাঁদের জন্য তো এই সব সেক্স পজিশন দারুণ কাজ করবে। তাই দেরি না করে, আজ থেকে শুরু করে দিন প্র্যাকটিস।

Advertisement

ঝিনুক ঝিনুক প্রেম
ভাবছেন এ আবার কেমন প্রেম! আসলে ঝিনুক এখানে একেবারেই রূপক। মাথায় রাখুন ঝিনুক দেখতে কেমন। আপনার সঙ্গীর সঙ্গে বিছানায় ঠিক সেরকমই আকার নিন। ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক। সঙ্গী থাকুক, আর আপনি ঠিক সঙ্গীর কোলে। সঙ্গীর মাথা থাকুক আপনার বুকের কাছে। ঠিক যেমন ঝিনুক আটকে থাকে। ঠিক তেমনই আটকে থাকুন। আর সঙ্গম চলুক ধীরে ধীরে। ঝিনুকের ভিতর মুক্তো যেমন লুকিয়ে থাকে। তেমনই আপনাদের যৌনাঙ্গের স্পর্শ চলুক গোপনে গোপনে।

সঙ্গী যখন 'কাউগার্ল'

নাহ, এই প্রেমের খেলায় কাউ হ্যাট একেবারেই লাগবে না। বরং শরীরে এক চিলতে কাপড় না থাকলেই খেলার আসল মজা। তা এই কায়দা কীরকম? এক্ষেত্রে মহিলারই যাবতীয় অ্য়াকশনের দায়িত্ব নিয়ে থাকেন। পুরুষসঙ্গী শুয়ে থাকেন অবলীলায়। আর নারী পুরুষাঙ্গকে, ভ্যাজাইনাতে প্রবেশ করিয়ে, ঠিক পশু চরানোর স্টাইলে যৌনতায় মত্ত হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক অর্থে অরগ্যাজম পেতে এই পজিশন মাস্ট।

উলটে গিয়ে পালটে ফেলুন

প্রথমেই বলে রাখা দরকার। এই ধরনের সঙ্গমের কায়দায় কোমরে জোর থাকা অত্যন্ত জরুরি। কেননা, এই কায়দাতে পুরো খেলাটাই জমবে কোমরের উপর। কীভাবে করবেন? আপনার সঙ্গী শুয়ে থাকবে। আর ঠিক উলটো দিকে আপনিও শুয়ে পড়বে। আপনাদের দুজনের পা থাকবে একেবারে ক্রশ কায়দায়। এক্ষেত্রেও নারীর হাতেই থাকবে পুরো কন্ট্রোল। পুরুষ সঙ্গীর দুই পাকে সাপোর্টে রেখে যৌনক্রিয়া চলবে। বিশেষজ্ঞরা বলছেন, পাশ্চত্যে নাকি এই কায়দা একেবারে সুপারহিট।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সঠিক অর্থে অরগ্যাজম পেতে এই পজিশন মাস্ট।
  • এই ধরনের সঙ্গমের কায়দায় কোমরে জোর থাকা অত্যন্ত জরুরি।
Advertisement