shono
Advertisement

২২-২৮ জানুয়ারির Horoscope: প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন এই রাশির জাতকরা, কী রয়েছে আপনার ভাগ্যে?

জেনে নিন এই সপ্তাহের রাশিফল।
Posted: 09:44 AM Jan 22, 2023Updated: 09:44 AM Jan 22, 2023

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় উন্নতির যোগ। প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। পারিবারিক সম্পত্তি নিয়ে গুরুজনদের সঙ্গে মতবিরোধে মানসিক অশান্তি। বয়ঃসন্ধির সন্তানের আচার আচরণের দিকে বিশেষভাবে নজর দিন। স্ত্রীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। সপ্তাহের শেষান্তে হাতে বাড়তি অর্থ আসতে পারে।

বৃষ

এই রাশির জাতক-জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে সমস‌্যার সম্মুখীন হলেও আগামিদিনে সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। জাতকের স্বাস্থ‌্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। এই সময় ঠান্ডা লাগা কাশি, সর্দিতে কষ্ট পেতে পারেন। ব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি শুভ। তবে বিনিয়োগের আগে ভাল করে ভাবনাচিন্তা করে নেবেন। সন্তানের লেখাপড়ায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না।

মিথুন

সপ্তাহের শুরুতে বিকল্প অর্থ উপার্জনের রাস্তা খুলে যেতে পারে। নিজের বিবাহিত জীবনে নজর দেওয়া দরকার। অন্যের কথায় স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার ফলে প্রশংসিত হতে পারেন। সপ্তাহের মধ‌্যভাগে ব‌্যক্তিগত সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

কর্কট

আয়ব‌্যয়ের মধ্যে সমতা রাখা প্রয়োজন। বিলাসিতায় খরচের ফলে সঞ্চয়ে টান পড়তে পারে। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। পরিবারকে মিথ‌্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের আশাভঙ্গ করবেন না। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। সপ্তাহের শেষে মনের কোনও ইচ্ছাপূরণ হতে পারে।

সিংহ

খুবই আনন্দময় সপ্তাহ। এই সময় সকল কাজে সফলতা পাবেন। বিলাসিতা করলেও জীবন সুরক্ষিত রেখে চলার চেষ্টা করুন। আপনার সরলতার সুযোগ নিয়ে পরিবারের অন‌্য সদস‌্যরা পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করবে। ব‌্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ কোনও পরিকল্পনায় এখনই বিনিয়োগ করবেন না। নববিবাহিতদের দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে।

কন্যা

জীবনে নতুন বন্ধু আসতে পারে। সংসারে সুখশান্তি বজায় থাকবে। এই সময় জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। সন্তানের প্রণয়-ঘটিত সমস‌্যা আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। সৃজনশীল কাজে যুক্ত জাতক-জাতিকারা তাদের শিল্পসত্তার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

তুলা

কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন। অসৎ উপায়ে রোজগার করতে গিয়ে পুলিশি ঝামেলায় পড়তে পারেন। ব‌্যবসায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে মুনাফায় তার প্রভাব পড়তে পারে। নিজের ব‌্যক্তিগত জীবনে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি খুব একটা সুখকর হবে না। দাম্পত‌্য জীবনে মাঝেমধ্যে মতের অমিল হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক থেকে মোটামুটি ভালই যাবে। সন্তানের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। বিনিয়োগের জন‌্য ব‌্যবসায়ীদের সময়টি ভাল। পরিবারে সুখসমৃদ্ধি বজায় থাকবে। শিক্ষার্থীরা পরীক্ষায় বড় সাফল‌্য পেতে পারেন। পিতামাতার পুরনো অসুখ থেকে অনেকাংশে মুক্তি। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন।

ধনু

সপ্তাহের শুরুতে নানা সূত্র থেকে অর্থ উপার্জন হতে পারে। এ সময় নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগ লক্ষ‌্য করা যায়। স্ত্রীর স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভাল যাবে না। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রদর্শনের ফলে কোম্পানিতে উচ্চপদ পেতে পারেন। ব‌্যবসায়ীরা বিবেচনা না করে কাউকে ঋণ দিতে যাবেন না।

মকর

কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ভবিষ‌্যতের জন‌্য অর্থ সঞ্চয়ে মন দিন। ব‌্যবসায় অংশীদারিত্ব নিয়ে মনোমালিন‌্য সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালই হবে। কর্মক্ষেত্রে অহেতুক কাউকে দোষী সাব‌্যস্ত করবেন না। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। চল্লিশোর্ধ্ব জাতক-জাতিকারা রক্তচাপজনিত সমস‌্যায় কষ্ট পেতে পারেন।

কুম্ভ

জীবনে সমস‌্যা থাকলেও কোনও অবস্থায় ভেঙে পড়বেন না। কর্মক্ষেত্রে অপ্রিয় সত‌্য বলার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগভাজন হতে পারেন। স্ত্রী বা পরিবারের অন‌্য সদস‌্যদের বিলাসিতার জন‌্য অর্থের অভাব দেখা দিতে পারে। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

মীন

আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ব‌্যবসায়ীদের পাওনা টাকা আদায়ে সমস‌্যা দেখা দিতে পারে। প্রিয়জনের প্রতি কর্তব‌্য করলেও তাদের ব‌্যবহারে আঘাত পেতে পারেন। পিতামাতার স্বাস্থ‌্য মোটের উপর ভালই থাকবে। উচ্চশিক্ষায় সন্তানের সাফল্যে দুশ্চিন্তা থেকে মুক্তি। সপ্তাহের শেষে কর্মপ্রার্থীদের কাজের সুযোগ আসতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার