shono
Advertisement

Breaking News

আলিয়াকেই ‘দুলহনিয়া’ করলেন বরুণ?

বরুণ-আলিয়া জুটির এই রোম্যান্স না দেখলে মিস করবেন৷ The post আলিয়াকেই ‘দুলহনিয়া’ করলেন বরুণ? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:53 PM Jan 30, 2017Updated: 12:23 PM Jan 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ‘দুলহনিয়া’ নিয়ে বড়পর্দায় ফিরে আসছেন বরুণ ধাওয়ান৷ তবে এবারে আর হাম্পটি শর্মা হিসেবে নয় বদ্রিনাথ বনশল ও বদ্রি রূপে৷ তাঁর ‘পাঞ্জাবি কুড়ি’ আলিয়া এবার থাকছেন বৈদেহী হিসেবে৷ কাহিনি নতুন হলেও প্রেমের সেই পুরনো মিষ্টি ব্যাপার নিয়েই সেলুলয়েডে কামব্যাক করছে ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’৷ একটু বোকা, একটু কিউট, অনেকটা হ্যান্ডসম সেই বদ্রির প্রথম ঝলক রইল আপনার জন্য৷

Advertisement

বনশালির ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভে একজোট হিন্দুত্ববাদী সংগঠনগুলি

নতুন এই কাহিনির সূত্রধর সেই পুরনো জুটিই৷ পরিচালক শশাঙ্ক খৈতান এবং প্রযোজক করণ জোহর৷ হোলির আগেই দর্শকদের মনে প্রেমের রং ধরাতে মুক্তি পাচ্ছে ধর্মা প্রোডাকশনের এই ছবি৷

বনশালি নিগ্রহের প্রতিবাদে ‘রাজপুত’ পদবী হটালেন সুশান্ত

২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’৷ দুষ্টু-মিষ্টি সেই প্রেমের কাহিনি বেশ মনে ধরেছিল দর্শকদের৷ এখনও দর্শকদের মুখে মুখে ফেরে ছবির গান৷ নতুন ছবির কাহিনি ও প্রেক্ষাপট পাল্টেছে৷ তবে দর্শকদের মনে বরুণ-আলিয়া জুটির অনস্ক্রিন প্রেমের সেই নস্টালজিয়াই রয়ে গিয়েছে৷ নতুন বছরে সেই নস্টালজিয়ার সঙ্গেই টক্কর দিতে হবে ‘বদ্রিনাথ’  ও তাঁর ‘দুলহনিয়া’কে৷

সলমনকে ‘বাঁচিয়ে’ মৃত্যুর হুমকি পেলেন আইনজীবী

The post আলিয়াকেই ‘দুলহনিয়া’ করলেন বরুণ? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement