সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবেমাত্র শেষ হয়েছে উৎসবের মরশুম। শীতও নিজের ইনিংস শুরু করেছে। এমন আবহে আশঙ্কা সত্যি করে ফের দাপট দেখাতে শুরু করল করোনা ভাইরাস (Corona Virus)।
বৃহস্পতিবার সরকারি তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা সামান্য বেড়েছে। বেড়েছে মৃত্যুও। আবার উদ্বেগ বাড়িয়ে নিম্নমুখী সুস্থতার হার। সবমিলিয়ে দেশের করোনা পরিস্থিতি নতুন করে চিন্তা বাড়াচ্ছে।
[আরও পড়ুন : গতি হারাচ্ছে ঘূর্ণিঝড় নিভার. প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত দুই রাজ্য]
সরকারি তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৪৮৯ জন। যা বুধবারের তুলনায় সামান্য বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯২ লক্ষ ৬৬ হাজার ৭০৬ জন। এদিকে একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২৪ জনের। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৩৫ হাজার ২২৩ জন।
তবে দেশে অ্যাকটিভ বা চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। সরকারি তথ্য বলছে, গোটে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫২ হাজার ৩৪৪ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮৬ লক্ষ ৭৯ হাজার ১২৮ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন ৩৬ হাজার ৩৬৭ জন। যা দৈনিক সংক্রমণের চেয়ে বেশকিছুটা কম। আর এ বিষয়টাই চিকিৎসকদের নতুন করে ভাবাচ্ছে।
দেশে একটানা বহুদিন ধরেই দৈনিক করোনা সংক্রমিতের চেয়ে কোভিডজয়ীর সংখ্যা বেশি ছিল। সংক্রমণ ৫০ হাজারের নিচে নেমে এসেছে। প্রতিষেধক আসার আগে এই ছবি আশা জাগিয়েছিল। কিন্তু শীতের শুরু থেকেই সুস্থতার হার সামান্য কমেছে। বেড়েছে সংক্রমণ। যা দেখে আমজনতার দায়িত্বজ্ঞানহীনতার দিকেই আঙুল তুলছেন বিশেষজ্ঞরা।