ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মিঠুন চক্রবর্তীর খারাপ অভিনয়ের জন্যই ডুবেছে ‘প্রজাপতি’ সিনেমা। বলেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তার জেরেই ছবির অভিনেতা-প্রযোজক দেব দাবি করেন, সিনেমার বিষয়ে তিনি বেশি ভাল বোঝেন। এতেই আবার প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তাঁর কথায়, “সব বুঝলে তো সব সিনেমা হিট করবে।”
মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরের বলেই তাঁর ও দেবের ছবি ‘প্রজাপতি’ নন্দনে ব্রাত্য। এমনই মন্তব্য করেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে পালটা জবাব দিতে গিয়ে কুণাল ঘোষ বলেছিলেন, “বিজেপি করতে এসেই তৃণমূল-বিজেপি, বিজেপি-সিপিএম এসব দেখছেন। এর বাইরেও যে একটা সমাজ আছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। তাঁদের নিজস্ব কিছু টেকনিক্যাল বিষয় আছে। এগুলো তো দিলীপবাবু জানেন না! দিলীপবাবু শুধু জানেন গোয়াল, সেই গোয়ালের গরুর দুধ থেকে সোনা।”
[আরও পড়ুন: বিয়ে না করেই বাবা হবেন সলমন! ভাইজানের ইচ্ছে শুনে হতবাক নেটপাড়া]
এরপরই আবার কুণাল ঘোষ বলেন, “এই সিনেমায় দেবের অভিনয় দারুণ। বিশেষ করে এই যে বাবা ছেলের রসায়ন। ‘টনিক’-এ দেব আর যেটা পরাণবাবু ছিলেন, পরাণবাবু সুপারহিট। আর এখানে ডুবিয়ে দিয়ে গেছে মিঠুনদা। আর মিঠুনদাকে ১০ গোল দিয়ে দিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়। ফলে এই জায়গা থেকে ছবিটাকে টানাবার জন্য হয়তো কোনও বিতর্ক তোলার বিজেপি চেষ্টা করছে।”
তাঁর এই মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা-প্রযোজক দেব জানান, সিনেমার বিষয়ে তিনি বেশি ভাল বোঝেন। এবং চরিত্র মানানসই মনে হলে ভবিষ্যতে আবারও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে কাজ করবেন। এর জবাব দিতে গিয়েই কুণাল ঘোষ বলেছেন, “দেব স্পষ্ট করে মনের কথা বলতে পারছে না। খুব ভাল ছেলে। ওকে আমি ভালবাসি। এটা ঠিক যে, ও আমার থেকে সিনেমাটা বেশি বোঝে। তবে সবটা বুঝলে তো সব সিনেমাই হিট করবে। কিন্তু সেটা তো হয় না। সব ব্যাটসম্যান যদি সবটা বুঝে যেতেন তাহলে প্রতি ম্যাচে সেঞ্চুরি করতেন। শূন্য রানে কেউ আউট হতেন না। তেমনই সব সিনেমা হিট করে না। ফ্লপও হয়। তাই সেটা যখন হয় তখন দেবের সকলের মতই শোনা উচিত।”