shono
Advertisement

Breaking News

The Kashmir Files: বিতর্কের মাঝেই এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’নিয়ে মুখ খুললেন মিঠুনের পুত্রবধূ

নিজের মতামত জানিয়ে দিলেন মিঠুনপুত্র মহাক্ষয়ের স্ত্রী। 
Posted: 12:04 PM Mar 23, 2022Updated: 08:18 PM Mar 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শের হিসেব অনুযায়ী ভারতে এখনও পর্যন্ত ১৯০ কোটি টাকার ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। অর্থাৎ দু’শো কোটির ক্লাবে ঢোকা শুধু সময়ের অপেক্ষা। এদিকে সিনেমা নিয়ে পক্ষ-বিপক্ষের তরজা অব্যাহত। এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ বিতর্ক নিয়ে মুখ খুললেন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) পুত্রবধূ মাদালসা শর্মা। ছবিটি এখনও না দেখলেও তা নিয়ে নিজের মতামত জানালেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী। 

Advertisement

গত ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। নব্বইয়ের দশকে কাশ্মীর থেকে কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা হয়েছিল, কীভাবে পরিবারগুলির উপর চলেছিল নিপীড়ন, সেই বাস্তব চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক। ছবিতে IAS অফিসার ব্রহ্ম দত্তর ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। যাবতীয় ঘটনার অন্যতম সাক্ষী হিসেবে তাঁর চরিত্রকে দেখানো হয়েছে। 

[আরও পড়ুন: ফের আইনের গেরো! সাংবাদিককে মারধরের ঘটনায় সমন পেলেন সলমন খান]

শ্বশুরমশাই অভিনীত সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মাদালসা জানান, সিরিয়ালের শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে তিনি এখনও পর্যন্ত সিনেমাটি দেখে উঠতে পারেননি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে যে নেতিবাচক কথা ছড়ানো হচ্ছে তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চান না মাদলসা। তাঁর মতে, ছবিটি অনেক তথ্যসমৃদ্ধ এবং সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর অভিনেতারা অসামান্য অভিনয় করেছেন।

অভিনেত্রী শীলা শর্মার মেয়ে মাদালসা।  ২০০৯ সালে তেলুগু ছবি ‘ফিটিং মাস্টার’-এর মাধ্যমে গ্ল্যামার জগতে প্রবেশ করেন। তারপর ‘অ্যাঞ্জেল’, ‘প্যায়সা হো প্যায়সা’র মতো একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। তবে বড়পর্দায় তেমন সাফল্য পাননি। এখন ছোটপর্দায় মন দিয়েছেন মাদালসা। এখন ‘শ্রীময়ী’র অনুপ্রেরণায় তৈরি হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’তে কাব্যর ভূমিকায় অভিনয় করেন। ২০১৮ সালে মিঠুনের ছেলে মহাক্ষয় চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল মাদালসার।  

[আরও পড়ুন: আসছে রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’, জিতের অনুষ্ঠানে কোন তারকারা শোনাবেন প্রেমের গল্প?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement