সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day)। এই দিনই কিংবদন্তি পদার্থবিজ্ঞানী সি ভি রমন ওই সূত্র আবিষ্কার করেছিলেন। সেই অবিস্মরণীয় কীর্তি স্মরণে রেখে এই দিনটিই দেশজুড়ে পালিত হয় দিনটি। আসুন জেনে নেওয়া যাক জাতীয় বিজ্ঞান দিবস সম্পর্কে কিছু অজানা তথ্য।
১) ১৯৩০ সালে নোবেল পুরস্কার পান সি ভি রমন (C. V. Raman)।
২) ১৯৫৪ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন তিনি।
৩) ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলোজি কমিউনিকেশন ১৯৮৬ সালে ‘রমন এফেক্ট’ আবিষ্কারের দিন ২৮ ফেব্রুয়ারিকেই জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণার আর্জি জানায় সরকারের কাছে।
[আরও পড়ুন: ‘দূরবীন দিয়ে খুঁজলেও…’, ফের কংগ্রেসের জোট প্রস্তাব ‘নাকচ’ তৃণমূলের]
৪) সেই প্রস্তাব মেনে নেয় কেন্দ্র। পরের বছর, ১৯৮৭ সাল থেকেই ২৮ ফেব্রুয়ারি দেশজুড়ে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস।
৫) প্রতি বছরই জাতীয় বিজ্ঞান দিবসের নির্দিষ্ট থিম থাকে। এবারের থিম ‘বিকশিত ভারতের জন্য স্বদেশীয় প্রযুক্তি’।
৬) ভারতীয় বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম ও তাঁদের অর্জনের দিকটিকেই রাখা হবে ফোকাসে।
৭) দেশের বিভিন্ন বিজ্ঞান প্রতিষ্ঠান ও গবেষণাগারে এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়।