shono
Advertisement

সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৩: সেরা ১২ পুজো

এই ১২টি পুজোর মধ্যে থেকেই বেছে নেওয়া হবে সেরা পাঁচটি পুজো।
Posted: 10:37 AM Oct 20, 2023Updated: 10:37 AM Oct 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাষষ্ঠীর সকাল। বোধনের প্রাতে ঘোষণা হল জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৩’-এর সেরা ১২টি পুজোর নাম। শহরের প্রায় ৪০০টিরও বেশি পুজোর মধ্যে তালিকায় জায়গা করে নিয়েছে সেরা ১২টি পুজো। তার মধ্যে উত্তর থেকে শুরু করে দক্ষিণের বেশ কয়েকটি নামকরা পুজোও (Durga Puja 2023) রয়েছে। সেরা প্রতিমা, সেরা আইডিয়া এবং অবশ্যই শহরের সেরা পাঁচটি পুজো বেছে নেওয়া হবে এই ১২টি পুজোর মধ্যে থেকেই।

Advertisement

উত্তরের পুজো
হাতিবাগান নবীন পল্লি: থিম – আবোল তাবোল।
শিল্পী – অনির্বাণ।

টালা প্রত্যয়: থিম – কহন।
শিল্পী – সুশান্ত পাল।

অর্জুনপুর আমরা সবাই ক্লাব: থিম – গণদেবতা।
শিল্পী- ভবতোষ সুতার।

দমদম পার্ক তরুণ সংঘ: থিম – সম্পর্ক।
শিল্পী- মানস দাস।

কাশী বোস লেন: থিম – চাই না হতে উমা।
শিল্পী- রিন্টু দাস।

দমদম তরুণ দল: থিম – কালবেলা।
শিল্পী- প্রদীপ দাস।

দক্ষিণের পুজো
অজেয় সংহতি: থিম – ইচ্ছেডানা।
শিল্পী- অমর সরকার।

খিদিরপুর ২৫ পল্লি: থিম – কোবাকাম।
শিল্পী – দীপ-ঈশিকা।

এস বি পার্ক সর্বজনীন: থিম – এলেম নতুন দেশে।
শিল্পী- শিবশংকর দাস।

সুরুচি সংঘ: থিম – মা তোর একই অঙ্গে এত রূপ।
শিল্পী- গৌরাঙ্গ কুইলা।

রাজডাঙা নব উদয় সংঘ: থিম- পরম-পরা।
শিল্পী- মলয়-শুভময়।

পল্লিমঙ্গল সমিতি, যোধপুর পার্ক: থিম- এসো আলপনা দিই।
শিল্পী- পূর্ণেন্দু দে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement