shono
Advertisement

Breaking News

Weekly Horoscope

৮ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত Horoscope: উদ্বেগ না শান্তি? কেমন কাটবে সপ্তাহ? জেনে নিন রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Suparna MajumderPosted: 11:21 AM Sep 08, 2024Updated: 11:21 AM Sep 08, 2024

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, সিংহে রবি ও বুধ, কন‌্যায় শুক্র ও কেতু, তুলায় চন্দ্র, কুম্ভে বক্রী শনি ও মীনে রাহু।কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের শুরুতে কোনও সুসংবাদ পেতে পারেন। এই সময় আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নতির দ্বার খুলে যাবে। কর্মপ্রার্থীদের জন্য কোনও সুখবর আসতে পারে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। বহুদিন ধরে চলা ব্যবসার জটিলতা এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা। সন্তানের নতুন যোগাযোগের মাধ্যমে ভিন রাজ্যে কর্মপ্রাপ্তি। বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকারা জীবনে উন্নতির জন্য কর্ম পরিবর্তন করুন। মধ্যবয়সি জাতক-জাতিকারা ডাক্তারকে দিয়ে মাঝে-মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করুন। নব-বিবাহিতদের বৈবাহিক জীবন সুখের হবে।

বৃষ

বহুদিন ধরে চলা ব্যবসার জটিলতা এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা। হঠাৎ করে গুরুজনস্থানীয় কারও স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় আশানুরূপ ফল লাভ। প্রবাসে বসবাসকারী সন্তানের খবর না পাওয়ার ফলে দুশ্চিন্তা বাড়বে। পৈতৃক সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ্যোগী হতে হবে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। প্রতিবেশীর সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস‌্যার সমাধানের চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস‌্যার সমাধানের চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে যান। সপ্তাহের শেষের দিকে বিভিন্ন কারণে মানসিক চাপ বাড়তে পারে। আপনার অত‌্যধিক কাজের চাপ থাকলেও পরিবারের জন‌্য কিছু সময় ব‌্যয় করুন।

মিথুন

কর্মস্থানে গন্ডগোলের জন‌্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। দাম্পত্য জীবনে কিছু সমস‌্যার জন‌্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে চলা মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন। পিতা-মাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। সপ্তাহের শেষান্তে মানসিক শান্তির জন‌্য ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না। ক্ষুদ্র চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। সন্তানের পরীক্ষার ফল আশানুরূপ হবে।

কর্কট

এই সপ্তাহটি খুব আশানুরূপ যাবে না। ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। কতিপয় জাতক-জাতিকাদের দ্বিমুখী উপায়ে রোজগার হতে পারে। আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। বিদ্যার্থীদের জন্য সময়টি অনুকূল। বন্ধুকে উপকার করতে গিয়ে বড় ধরনের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি তবে দূরে কোথাও বদলি হতে পারেন। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। কর্মক্ষেত্রে বাধা-বিঘ্ন থাকলেও পদোন্নতির যোগ লক্ষ করা যায়। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে।

সিংহ

কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন‌্য মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। বন্ধুর আর্থিক সমস‌্যায় সাহায‌্য করতে গিয়ে সম্পর্ক নষ্ট। অপ্রিয় সত‌্য বলার জন‌্য অনেকের বিরাগভাজন হতে পারেন। শ্বশুরকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে। পরিবারে কারও চিকিৎসার জন‌্য ব‌্যয় বৃদ্ধি পেতে পারে। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতি। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। পৈতৃক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। শিক্ষার্থীদের ভালো ফল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। কাজের ক্ষেত্রে প্রত‌্যাশা মতো ফল পাওয়ার সম্ভাবনা।

কন্যা

কাজের ক্ষেত্রে প্রত্যাশা মতো ফল পাওয়ার সম্ভাবনা। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন। উচ্চশিক্ষায় সাফল্যের সম্ভাবনা। পারিবারিক সম্পত্তি বিক্রয় নিয়ে ভাইবোনদের সঙ্গে মতবিরোধ মামলা-মোকদ্দমা অবধি গড়াতে পারে। এই সময় সর্দি-কাশি, জ্বর-জারিতে কষ্ট পেতে পারেন। সন্তানের অনৈতিক কাজকে সমর্থন করবেন না। ব্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। রাজনীতিবিদরা জন‌হিতকর কাজে নিজেকে যুক্ত করুন। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ করা যায়।

তুলা

দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন সপ্তাহের আদ্যভাগে পূরণ হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন উদ্যম নিয়ে কর্মের চেষ্টা করুন। নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। ছেলেমেয়েদের স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। পুরানো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। তার সাহায্যে ব্যবসা শুরুর পরিকল্পনা করতে পারেন। শ্বশুরকুল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে পরিবারের থেকে ভালো উপহার পেতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচাবার জন্য সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করুন।

বৃশ্চিক

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটিতে আর্থিক উন্নতি লক্ষ করা যায়। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য পরিশ্রম করুন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। আমোদ-প্রমোদে অতিরিক্ত খরচের ফলে সংসারে অশান্তি দেখা দিতে পারে। অন্যের প্ররোচনায় বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। এই সময় পেটের সমস্যা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে।

ধনু

গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির জাতক-জাতিকাদের বড় পরিবর্তন লক্ষ করা যায়। নতুন গৃহ নির্মাণের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অধ্যাপকদের জন্য সপ্তাহের মধ্যভাগ থেকে শুভ সময় আসছে। আপনার সন্তানের উন্নতি দেখে নিকট আত্মীয় ঈর্ষান্বিত হতে পারে। স্ত্রীর নামী প্রতিষ্ঠানে কর্ম-সংস্থানের সুযোগ আসতে পারে। হঠাৎ কোনও খবরে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, ব্যবসায়ীরা ব্যবসা বৃদ্ধির জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সদ্ব‌্যবহার রাখুন। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। পিতা-মাতার স্বাস্থ্যের দিকে নজর দিন। সপ্তাহের শেষান্তে নতুন যানবাহন কেনার সুযোগ আসতে পারে।

মকর

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতি লক্ষ‌ করা যায়। লটারিতে বা শেয়ারে কিছু উপার্জন হলেও লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। অপ্রয়োজনীয় ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। যানবাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন‌্য মানসিক শান্তি। স্ত্রীর স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো যাবে না। প্রতিবেশীর সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক উদ্বেগ বাড়বে। কৃষিকার্য‌, পশুপালন ও মৎস‌্য চাষের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা অতিরিক্ত লাভের মুখ দেখতে পাবেন। স্বার্থান্বেষী বন্ধু-বান্ধবের থেকে সতর্ক থাকুন।

কুম্ভ

শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। ব‌্যবসায় বকেয়া অর্থ এই সময় ফেরত পেতে পারেন। রাস্তাঘাটে বা কর্মক্ষেত্রে বিতর্কিত বিষয় নিয়ে কোনও আলোচনা না করাই শ্রেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন‌্য দুশ্চিন্তা থেকে মুক্তি। অযাচিতভাবে কাউকে সাহায‌্য করতে যাবেন না। চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থলাভ হবে বেশি। কর্মক্ষেত্রে এই সময় বিবাদ-বিতর্কে না জড়ানোই ভালো। বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন।

মীন

সপ্তাহের শুরুতে এই রাশির জাতক-জাতিকাদের ব‌্যবসায় উন্নতি লক্ষ‌ করা যায়। গোপন শত্রুর থেকে সতর্ক থাকুন। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। এই সপ্তাহে পিতার স্বাস্থ‌্য ভালোই যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল‌্য পেতে পারেন। ব‌্যবসায়ীরা নতুন বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন। বয়ঃসন্ধি সন্তানের উদ্ধত আচরণ কখনওই সমর্থন করবেন না। পরিবারে ভাই-বোনদের ব‌্যবহারে কষ্ট পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য এই রাশির জাতক-জাতিকার শারীরিক দুর্বলতা সৃষ্টি হতে পারে। সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে মান ও যশ অর্জন করুন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুম্ভ রাশির শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে।
  • গ্রহ সন্নিবেশ অনুযায়ী ধনু রাশির জাতক-জাতিকাদের বড় পরিবর্তন লক্ষ করা যায়।
Advertisement