shono
Advertisement

Breaking News

রাজনীতিতে যোগ দিতে চলেছেন? ইনস্টাগ্রামে প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা জিৎ

নির্বাচনী আবহে কি নতুন চমক অপেক্ষা করছে?
Posted: 08:47 PM Nov 30, 2020Updated: 08:47 PM Nov 30, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে আসা নতুন ঘটনা নয়। বিশেষ করে টলিপাড়ার ক্ষেত্রে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে অভিনয়ের পাশাপাশি সাংসদ হওয়ার দায়িত্ব পালন করছেন দেব (Dev, নুসরত জাহান (Nusrat Jahan), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অন্যদিকে বিজেপিতে যোগ দিয়ে পুরদস্তুর রাজনীতির ময়দানে রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly), লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), কাঞ্চনা মৈত্ররা (Kanchana Moitra)। এই তালিকায় এবার অভিনেতা জিতের (Jeet) নাম যুক্ত হতে চলেছে? সোমবার ৪২তম জন্মদিনে সেই প্রশ্নের উত্তর দিলেন বাংলার তারকা।

Advertisement

নিজের জন্মদিনে ইনস্টাগ্রামে (Instagram) লাইভ চ্যাট সেশন করেছিলেন জিৎ। অনেকেই প্রিয় তারকাকে শুভেচ্ছা জানান। তাঁদের মধ্যেই এক অনুরাগী জানতে চান, রাজনীতিতে কি যোগ দিচ্ছেন অভিনেতা? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই জিৎ বলেন, “আমি জানি না। রাজনীতি সম্পর্কে আমার তেমন কোনও জ্ঞান নেই। তবে আমি ভাগ্যে বিশ্বাস করি। যদি ভাগ্যে তেমন কিছু থাকে তাহলে আলাদা বিষয়। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও পরিকল্পনা নেই।”

[আরও পড়ুন: ঢাকঢোল পিটিয়ে ‘আপনে ২’র ঘোষণা, নেপোটিজম কটাক্ষে বিদ্ধ সানিপুত্র করণ দেওল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement