shono
Advertisement

শববাহী গাড়িতে বসে থাকা মহিলার দিকে তাকিয়ে ‘ঘেঁটে’গেলেন মীর, কিন্তু কেন?

জিম থেকে ফেরার পথে মীরের সঙ্গে এই ঘটনা ঘটে।
Posted: 05:29 PM Oct 14, 2022Updated: 05:29 PM Oct 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ চলার সময় কত অভিজ্ঞতাই না হয়। টুকরো টুকরো মুহূর্ত মনে দাগ কেটে যায়। এমনই এক অভিজ্ঞতা সম্প্রতি হল মীর আফসার আলির (Mir Afsar Ali)। শববাহী গাড়িতে বসে থাকা এক মহিলাকে দেখে রীতিমতো ‘ঘেঁটে’ গেলেন তিনি। সেই অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

Advertisement

জিম থেকে ফিরছিলেন মীর। তখনই এই ঘটনা ঘটে। একটি সিগন্যালে মীরের গাড়ি দাঁড়িয়েছিল। পাশে এসে দাঁড়ায় একটি শববাহী গাড়ি। গাড়িতে ছিল সাদা কফিন। তার ভিতরে কোনও দেহ ছিল কিনা তা জানতে পারেননি মীর। তবে গাড়ির চালকের পিছনের সিটে কালো সালোয়ার পরা এক মহিলা বসেছিলেন। এলোমেলো চুল ছিল তাঁর মাথায়। মীরকে দেখে হাসেন তিনি। মহিলা কি মীরকে চিনতে পেরেছিলেন? সেই উত্তর তারকার জানা নেই। তবে সাধারণত এমন ক্ষেত্রে তিনিও হাসেন। কোনও বাক্য বিনিময় না হলেও হাসির বিনিময়ে হাসিই উপহার দেন মীর। তবে কালো সালোয়ার পরা মহিলার ক্ষেত্রে এমনটা করে উঠতে পারেননি মীর।

[আরও পড়ুন: কমেডির মোড়কে সামাজিক বার্তা, চেনা ছকেই ‘ডক্টর জি’ হলেন আয়ুষ্মান, পড়ুন রিভিউ]

কেন এমনটা হল? এ প্রশ্নের উত্তর মীরের জানা নেই। তাঁর কথায়, “জানি না আজ কী হল। আমি একটু ঘেঁটে গেলাম। স্মাইল করতে পারলাম না। সিগনাল ছাড়ল। গাড়িটা বেরিয়ে গেল। আমি আরও ঘেঁটে গেলাম। পুরো ঘটনাটা ঘটলো ১০ সেকেন্ডেরও কম সময়ে। তখন থেকে ভাবছি… কেন আমি হাসলাম না? গাড়িটা আপাদমস্তক শোকে ঘেরা, তাই কি আমি ঘেঁটে গেলাম! ওইটুকু সময়ের জন্য বুঝলাম ওই গাড়ীর যাত্রীর মন ভাল নেই।”

পরক্ষণেই আবার অন্য বিষয় মনে হয়েছে মীরের। অভিনেতা তথা জনপ্রিয় সঞ্চালক লেখেন, “হয়তো চরম শোকের মুহূর্তে তিনি আমায় দেখে কিঞ্চিৎ হলেও আনন্দ পেয়েছেন, তাঁর হয়তো ভাল লেগেছে, তিনি হয়তো স্বস্তি পেয়েছেন। তাই হয়তো স্মাইল করেছেন। সবই হয়তো। আসলে আমি ওইটুকু সময়ে বুঝতে পারিনি আমার কী করা উচিত। আমার কি মহিলার হাসির উত্তরে হাসা উচিত ছিল? তা কি যথাযথ হতো?এখনও ভাবছি। মাথা থেকে বেরোচ্ছে না ঘটনাটা…” মীরের এই পোস্ট দেখে আবেগঘন হয়েছেন তাঁর অনুরাগীরাও। কেউ নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন, কেউ আবার মীরকে একজন সংবেদনশীল মানুষ হিসেবে ব্যাখ্যা করেছেন।

[আরও পড়ুন: ‘যৌনকর্মীদের ভিডিও ক্যাসেটও বিক্রি করেছি’, জীবন সংগ্রাম নিয়ে অকপট মধুর ভান্ডারকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement