shono
Advertisement

Breaking News

করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস

কেন জানেন? The post করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস appeared first on Sangbad Pratidin.
Posted: 12:23 PM May 18, 2017Updated: 06:54 AM May 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আঞ্চলিক সিনেমা৷ এই তকমা ছাপিয়ে প্রতিদিনই সাফল্যের নয়া শিখরে পা রাখছে বাহুবলী৷ আয়ের অঙ্ক ১০০০ কোটি আগেই ছাড়িয়েছে৷ এবার দাঁড়িয়ে ১৫০০ কোটি টাকার দুয়ারে৷ সে মাত্রাও ছাড়িয়ে যাবে খুব শিগগিরিই৷ কারণ এখনও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলেছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’৷ আর বাহুবলী প্রভাস এখন তরুণী হৃদয়ের নয়া রাজকুমার৷ যাঁর কাঁধের উপর নায়িকা অনুষ্কার মতো হেঁটে যাওয়ার স্বপ্ন ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছেন৷

Advertisement

[কুলভূষণ মামলার রায় আজ, মুক্তির কামনায় প্রার্থনা দেশ জুড়ে]

এহেন তারকাকে বলিউড কি আর ব্রাত্য রাখতে পারে? করণ জোহরের মতো প্রযোজক তো অন্তত পারেন না৷ তার উপরে বাহুবলীর হিন্দি ভাষার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল তাঁর ধর্মা প্রোডাকশন৷ এই সুযোগে প্রভাসের সঙ্গে বেশ ভালই বন্ধুত্ব হয়ে গিয়েছে তাঁর৷ শোনা গিয়েছে, তাই প্রথম অফারটা তিনিই আগ বাড়িয়ে দিয়ে ফেলেছেন৷ কিন্তু প্রযোজক-পরিচালকের যাবতীয় আশায় জল ঢেলে দিয়ে তাঁর এই অফার সসম্মানে ফিরিয়ে দিয়েছেন বাহুবলী তারকা৷

[সীমান্ত পেরিয়ে হামলা হলে যোগ্য জবাব দিক সেনা, মন্তব্য জেটলির]

উঠতি কিংবা প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রী, বলিউডে হেন কোনও মানুষ নেই যিনি করণের ধর্মা প্রোডাকশনের ব্যানারে কাজ করতে চান না৷ এমনকী, তারকারা নিজেদের ছেলে-মেয়েদের লঞ্চের ক্ষেত্রেও তাঁর উপরই ভরসা রাখেন৷ এহেন প্রযোজক-পরিচালকের অফার কেন হেলায় ফিরিয়ে দিলেন প্রভাস? কারণ তাঁর কাছে কমিটমেন্টই আগে৷ বাহুবলীর তপস্যা প্রায় পাঁচ বছর ধরে করেছেন৷ এই সময়কালে কোনও কাজ হাতে নেননি দক্ষিণি সুপারস্টার৷ তবে এখন তাঁর হাতে রয়েছে একাধিক প্রজেক্ট৷ রয়েছে পরবর্তী ছবি ‘সাহো’৷ সেগুলির কাজই আগে শেষ করতে চান প্রভাস৷ যা কথা দিয়েছেন সব রাখতে চান৷ তারপর যদি সময় থাকে৷ আর বলিউডের কোনও চিত্রনাট্য যদি তাঁর মনে ধরে যায়৷ তাহলেই বি-টাউনে পদার্পণ করবেন বাহুবলী৷ সারা বিশ্বে বন্দিত হওয়ার পর এটুকু বিলাসিতা তো তিনি করতেই পারেন!

 [প্রয়াত প্রখ্যাত অভিনেত্রী রীমা লাগু]

 

The post করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement