সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে নয়া সাইবার প্রতারণা ডিজিটাল অ্যারেস্ট। খোদ প্রধানমন্ত্রী এই ইস্যুতে উদ্বেগ প্রকাশের পর এবার ময়দানে নামল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ডিজিটাল অ্যারেস্টের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ নিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল শাহের মন্ত্রক। এই সংক্রান্ত কোনও অভিযোগ আসার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেবে নয়া এই কমিটি।
জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের তত্ত্বাবধানে গঠিত এই কমিটির মাথায় থাকবেন দেশের স্বরাষ্ট্র সচিব। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই ইস্যুতে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (১৪সি)। এদিকে রিপোর্ট বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ৬ হাজার ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। এই প্রতারণা চক্রে ব্যবহৃত হয়া ৬ লক্ষ মোবাইল নম্বর বন্ধ করা হয়েছে। শুধু তাই নয়, সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ৩.২৫ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ফ্রিজ করা হয়েছে।
উল্লেখ্য, ১১৫ তম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে এই ডিজিটাল অ্যারেস্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশবাসীকে সতর্ক হওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, যেভাবে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে তা বিপজ্জনক। তাঁর কথায়, ”প্রতারকরা ফোনে এমন পরিবেশ তৈরি করছে যে মানুষ ভয় পেয়ে যাচ্ছে। বলা হচ্ছে, এক্ষুনি এটা করো, নয়তো গ্রেপ্তার করা হবে। আসলে পুরোটাই প্রতারণা।” এই ধরনের ঘটনায় অযথা ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে এই ধরনের ফোনকল রেকর্ড করার পরামর্শ দেন মোদি। বলেন, কোনও সরকারি তদন্তকারী সংস্থা অনলাইনে কাউকে ধমক বা হুমকি দেয় না। এবং এমন ফোন এলে ন্যাশনাল সাইবার হেল্পলাইনে ফোন করার কথা বলেন। এর পরই এই প্রতারণা রুখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্র।
প্রসঙ্গত, কয়েক বছর আগেও এই 'ডিজিটাল অ্যারেস্ট' শব্দবন্ধের সঙ্গে মানুষ পরিচিত না হলেও সাম্প্রতিক সময়ে আতঙ্কের অন্য নাম হয়ে উঠেছে এই সাইবার প্রতারণা। যেখানে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির নাম দিয়ে ফোন করে জানানো হয় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর পর বিশ্বাসযোগ্যতা প্রমাণে ভিডিও কল ও গ্রেপ্তারি সংক্রান্ত তথ্য পাঠানো হয়। এর পর টাকার বিনিময়ে তাঁকে রেহাই দেওয়া হবে বলে জানায় প্রতারকরা। সম্প্রতি দেশের নানা প্রান্ত থেকে এমন বহু অভিযোগ প্রকাশ্যে আসার পর তৎপর হল সরকার।