shono
Advertisement
Indore

বড়দিনে সান্তা সাজার 'শাস্তি', পোশাক খুলিয়ে জোম্যাটো এজেন্টকে হেনস্তা হিন্দুত্ববাদীদের!

বুধবার ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ইন্দোরে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 01:22 PM Dec 26, 2024Updated: 01:33 PM Dec 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম যার যার, উৎসব সবার! এই পথেই হেঁটে এসেছে ভারত। কিন্তু গত কয়েক বছরে দেশের এই চেনা ছবিই অচেনা হয়ে উঠছে। এবার সান্তা সেজে খাবার পৌঁছে দিতে গিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে হেনস্তার শিকার হতে হল জোম্যাটোর ডেলিভারি এজেন্টকে। অভিযোগ, রাস্তাতেই তাঁকে জোর করে সান্তার পোশাক খুলতে বাধ্য করা হয়। সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠছে।

Advertisement

বুধবার ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ইন্দোরে। ওই ডেলিভারি এজেন্টের অভিযোগ, বড়দিন উপলক্ষে সংস্থার নিয়ম মেনেই সান্তার পোশাক পরে খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেসময় হিন্দু জাগরণ মঞ্চের কয়েকজন সদস্য তাঁর পথ আটকান। পোশাক নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা গিয়েছে তাঁরা বলছেন, "আপনি কি দীপাবলিতে ভগবান রামের মতো পোশাক পরেন? কখনও ভগবান রাম সেজে বাড়ি বাড়ি গিয়েছেন?" উত্তরে ওই এজেন্ট বলেন, কোম্পানির নিয়ম মেনেই তিনি এই পোশাক পরেছেন।

কিন্তু কোনও কথাই কানে তুলতে রাজি হননি হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। নানা অপমানজনক কথা বলে জোম্যাটোর এজেন্টকে বাইক থেকে নামান তাঁরা। এরপর রাস্তাতেই সান্তার পোশাক খুলতে বাধ্য করেন। এই ঘটনার সময় চারপাশের লোকজন 'জয় শ্রীরাম' বলে স্লোগান দিতে থাকেন। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে অন্যতম হিন্দু জাগরণ মঞ্চের জেলা সমন্বয়ক সুমিত হরদিয়া। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায় যে, "আমরা হিন্দু। এভাবে আমরা শিশুদের কী বার্তা দিচ্ছি? শুধুমাত্র সান্তা ক্লজের পোশাক পরে কোনও বার্তা দেওয়ার কি খুব প্রয়োজন রয়েছে?  আপনি যদি সত্যিই কোনও বার্তা দিতে চান তাহলে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদের মতো সাজুন।"

এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ভিডিও দেখে নেটিজেনদের একাংশের প্রশ্ন, "ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে এই ধরনের ঘটনা কীভাবে ঘটে?" অনেকে আবার বলছেন, "একজন সাধারণ ডেলিভারি এজেন্ট নিজের কাজ করতে গিয়ে এভাবে হেনস্থার শিকার হলেন। এই ঘটনা সাম্প্রদায়িক অস্থিরতার উদাহরণ।" এই ঘটনায় ইন্দোর প্রশাসনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠছে। যদিও এখনও পর্যন্ত জোম্যাটোর তরফে কিছু বলা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওই ডেলিভারি এজেন্টের অভিযোগ, বড়দিন উপলক্ষে সংস্থার নিয়ম মেনেই সান্তার পোশাক পরে খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি।
  • কিন্তু সেসময় হিন্দু জাগরণ মঞ্চের কয়েকজন সদস্য তাঁর পথ আটকান। পোশাক নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
  • এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
Advertisement