সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশের করোনা সংক্রমণের গতি। রবিবার ফের রেকর্ড হারে বাড়ল COVID-19 সংক্রমণ। এই নিয়ে লাগাতার তিনদিন অতীতের সব রেকর্ড ভাঙল আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাটাও।
[আরও পড়ুন: লকডাউনে ঢিলেমির জের! দেশে একদিনে ফের রেকর্ড হারে বাড়ল করোনা সংক্রমণ]
রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৬৭ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই রেকর্ড বৃদ্ধির ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৮৮৬ জনে। সংক্রমণের সংখ্যার বিচারে এখনও একাদশ স্থানে থাকলেও, দশম স্থানে থাকা ইরানের থেকে মাত্র হাজার দু’য়েক কম ভারতে সংক্রমিতের সংখ্যা। সেদেশে মোট সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৫২১ জন। এদিকে সংক্রমণের পাশাপাশি দেশে করোনায় মৃতের সংখ্যাও একলাফে অনেকটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের। ফলে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬৭ জনে। আশঙ্কার মধ্যেও স্বস্তির খবর, এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৫৪ হাজার ৪৪০ জন করোনা সংক্রমিত। আপাতত চিকিৎসাধীন অর্থাৎ সক্রিয় রোগীর সংখ্যা ৭৩ হাজার ৫৬০ জন।
[আরও পড়ুন: প্রথম দু’দফার লকডাউন প্রাণ বাঁচিয়েছে ৭৮ হাজার মানুষের! দাবি নীতি আয়োগের]
গত বৃহস্পতিবার নতুন করে ৫ হাজার ৬০৯ জনের শরীরে থাবা বসিয়েছিল করোনা। বুধবার সংখ্যাটা ছিল ৫ হাজার ৬১১। অর্থাৎ প্রায় একই হারে পরপর দু’দিন বাড়ে আক্রান্তের সংখ্যা। কিন্তু শুক্রবার অতীতের সব রেকর্ড ভেঙে একলাফে নতুন করে ৬ হাজার ৮৮ জনের শরীরে মেলে মারণ ভাইরাস। শনিবার সেই রেকর্ডও ভেঙে যায়। শনিবার দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৫৪ জন। রবিবার সংক্রমিতের সংখ্যাটা আরও বাড়ল।
The post গত ২৪ ঘণ্টায় ফের করোনা সংক্রমণে রেকর্ড বৃদ্ধি! পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও appeared first on Sangbad Pratidin.