shono
Advertisement

গত ২৪ ঘণ্টায় ফের করোনা সংক্রমণে রেকর্ড বৃদ্ধি! পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও

ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশের করোনা সংক্রমণের গতি! The post গত ২৪ ঘণ্টায় ফের করোনা সংক্রমণে রেকর্ড বৃদ্ধি! পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও appeared first on Sangbad Pratidin.
Posted: 09:36 AM May 24, 2020Updated: 09:36 AM May 24, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশের করোনা সংক্রমণের গতি। রবিবার ফের রেকর্ড হারে বাড়ল COVID-19 সংক্রমণ। এই নিয়ে লাগাতার তিনদিন অতীতের সব রেকর্ড ভাঙল আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাটাও।

Advertisement

[আরও পড়ুন: লকডাউনে ঢিলেমির জের! দেশে একদিনে ফের রেকর্ড হারে বাড়ল করোনা সংক্রমণ]

রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৬৭ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই রেকর্ড বৃদ্ধির ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৮৮৬ জনে। সংক্রমণের সংখ্যার বিচারে এখনও একাদশ স্থানে থাকলেও, দশম স্থানে থাকা ইরানের থেকে মাত্র হাজার দু’য়েক কম ভারতে সংক্রমিতের সংখ্যা। সেদেশে মোট সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৫২১ জন। এদিকে সংক্রমণের পাশাপাশি দেশে করোনায় মৃতের সংখ্যাও একলাফে অনেকটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের। ফলে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬৭ জনে। আশঙ্কার মধ্যেও স্বস্তির খবর, এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৫৪ হাজার ৪৪০ জন করোনা সংক্রমিত। আপাতত চিকিৎসাধীন অর্থাৎ সক্রিয় রোগীর সংখ্যা ৭৩ হাজার ৫৬০ জন।

[আরও পড়ুন: প্রথম দু’দফার লকডাউন প্রাণ বাঁচিয়েছে ৭৮ হাজার মানুষের! দাবি নীতি আয়োগের]

গত বৃহস্পতিবার নতুন করে ৫ হাজার ৬০৯ জনের শরীরে থাবা বসিয়েছিল করোনা। বুধবার সংখ্যাটা ছিল ৫ হাজার ৬১১। অর্থাৎ প্রায় একই হারে পরপর দু’দিন বাড়ে আক্রান্তের সংখ্যা। কিন্তু শুক্রবার অতীতের সব রেকর্ড ভেঙে একলাফে নতুন করে ৬ হাজার ৮৮ জনের শরীরে মেলে মারণ ভাইরাস। শনিবার সেই রেকর্ডও ভেঙে যায়। শনিবার দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৫৪ জন। রবিবার সংক্রমিতের সংখ্যাটা আরও বাড়ল।

The post গত ২৪ ঘণ্টায় ফের করোনা সংক্রমণে রেকর্ড বৃদ্ধি! পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement