shono
Advertisement

একদিনেই প্রায় ৮ হাজার! দেশে ফের রেকর্ড হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

দু'মাসের লকডাউনের পরও কমছে না সংক্রমণের গতি! The post একদিনেই প্রায় ৮ হাজার! দেশে ফের রেকর্ড হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:08 AM May 30, 2020Updated: 10:08 AM May 30, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থ দফার লকডাউনের সমাপ্তি পর্বে দাঁড়িয়েও ক্রমাগত  বাড়ছে দেশের করোনা সংক্রমণের হার। প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে নিত্যনতুন রেকর্ড। ব্যতিক্রম নয় শনিবারও। এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাটাও।

Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৬৪ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। শুক্রবারই রেকর্ড গড়ে একদিনে ৭ হাজার ৪৬৬ জনের শরীরে মিলছিল COVID-19 জীবাণু। শনিবার সেই রেকর্ডও ভেঙে গেল। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩। এদিকে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬৫ জনের। ফলে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৯৭১ জন। স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, আপাতত দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৮৬ হাজার ৪২২ জন। সুস্থ হয়েছেন ৮২ হাজার ৩৭০ জন। সুস্থতার হারও আক্রান্তের হারের মতোই বেড়েছে। যদিও সেটা কতটা স্বস্তির তা নিয়ে প্রশ্ন আছে।

[আরও পড়ুন: লকডাউনে দুর্ভোগে পরিযায়ী শ্রমিকরা, পাশে দাঁড়াতে সরাসরি অর্থ সাহায্যের ভাবনা কেন্দ্রের]

উল্লেখ্য, রবিবারই দেশের চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে। ৩১ মে’র পর লকডাউন সম্পূর্ণ উঠে গেলে এ নিয়ে উদ্বেগ বাড়বে বই কমবে না, এমনই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী, জুন এবং জুলাই মাসে করোনায় মৃত্যুর হার শীর্ষে উঠবে দেশে। তার আগে সংক্রমণের এই বৃদ্ধির হার অব্যাহতই থাকবে। তাই ৩১ জুনের পরও লকডাউন জারি রাখার ভাবনা রয়েছে কেন্দ্রের। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজই হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পরই স্পষ্ট হবে পঞ্চম দফার লকডাউনের রূপরেখা।

The post একদিনেই প্রায় ৮ হাজার! দেশে ফের রেকর্ড হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement