সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৮ বছরের যুবককে বেধড়ক মারধর করা হল৷ তারপর তাঁকে পিষে দিল একটি বিএমডব্লিউ গাড়ি৷ একবার নয়, তিনবার৷ ৫০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়লেন তিনি৷ এমন মর্মান্তিক ঘটনার দু’দিন পরেও রাস্তায় রয়ে গিয়েছে রক্তের দাগ৷
(কালো টাকা রুখতে এবার ভুয়ো কোম্পানিতে নজর মোদির)
চণ্ডীগড়ে বৃহস্পতিবার রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রীয়ের ভাইপোর সঙ্গেই ঘটে এমন মর্মান্তিক ঘটনা৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বুম বক্স কাফেতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন আকাঙ্ক্ষ সেন নামের ওই যুবক৷ সেখানেই হরমেহতাব সিং ফরিদ ও বলরাজ সিং রন্ধাওয়ার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আকাঙ্ক্ষ৷ যারা তাঁর পূর্বপরিচিত ছিলেন৷ বচসা থেকে শুরু হয় হাতাহাতি৷ তারপরই আকাঙ্ক্ষকে রাস্তায় ফেলে তাঁর উপর দিয়ে তিনবার গাড়ি চালিয়ে দেয় দুই অভিযুক্ত৷ নিশ্চিত হয়ে নেয়, তাঁর মৃত্যু হয়েছে কি না৷ শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে ঘটনার পর থেকে দু’জনেই পলাতক৷ সেন পরিবারের তরফে আবার পুলিশের ব্যর্থতার জন্য থানায় অভিযোগ জানানো হয়েছে৷ গোটা ঘটনায় সরকারি সাহায্যও নেওয়া হচ্ছে বলে খবর৷
(বিশ্বের উচ্চতম বালির দূর্গ বানিয়ে গিনেসবুকে নাম তুললেন সুদর্শন)
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ফরিদ আবার পূর্ব পাঞ্জাব স্টেট ইউনিয়নের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতি৷ ফরিদ এবং বলরাজ দু’জনেরই বাড়ি মোহালিতে৷ পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে যে সিসিটিভি ছিল, তা কাজ করছিল না৷ তবে তাঁদের খোঁজে তল্লাশি চলছে৷
The post মুখ্যমন্ত্রীর আত্মীয়কে পিষল গাড়ি, অভিযুক্ত ‘বন্ধু’রাই appeared first on Sangbad Pratidin.