সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে ছাত্র আন্দোলন এবং হাসিনা সরকারের পতন পর্বে একজন হিন্দুও সীমান্ত পেরিয়ে অসমে প্রবেশ করেননি। পরিসংখ্যান দিয়ে জানালেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে হিন্দুরা না এলেও মুসলিম অনুপ্রবেশকারীরা বারবার সীমান্ত পেরিয়ে এ দেশে আসার চেষ্টা করছেন। বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রীর।
শনিবার হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, "হিন্দুরা নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছেন। এবং লড়াই করে বাংলাদেশেই থাকছেন। গত এক মাসে আমরা একজন হিন্দুকেও সীমান্ত পেরিয়ে আসতে দেখিনি। কিন্তু গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছি। সদ্যই আমরা করিমগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করেছি। এবং তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি।"
[আরও পড়ুন: খুলে যাবে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যপথ! উপত্যকার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা মেহবুবার]
হিমন্তর দাবি, অসম সীমান্ত দিয়ে হিন্দুরা ভারতে প্রবেশের চেষ্টাও করেছেন না। হিন্দুরা লড়াই করছেন। কেউ ভারতের নিরাপদ আশ্রয় খুঁজছেন না। অসমের মুখ্যমন্ত্রী বলছেন, "বাংলাদেশের হিন্দুরা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করছেন বাংলাদেশ সরকারের উপর চাপ দিয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে।"
[আরও পড়ুন: নয়া পেনশন নীতিতে সিলমোহর কেন্দ্রের, কেমন সুবিধা পাবেন অবসরপ্রাপ্তরা?]
উল্লেখ্য, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সে দেশে নির্বিচারে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগ উঠেছে। সরকারি পরিসংখ্যান না মিললেও বহু মানুষ আক্রান্ত হয়েছেন বলে খবর। অনেকের বাড়ি ভাঙচুর এবং মন্দিরও ভাঙা হয়েছে। তবে হিমন্তের দাবি, এত কিছু সত্ত্বেও লড়ছেন হিন্দুরা। অন্যদিকে মুসলিমরা এই পরিস্থিতিতেও ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।