সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে হিন্ডেনবার্গের রিপোর্টের জেরে শেয়ার বাজারে রক্তক্ষ, ঘরে বাইরে ‘শত্রু’দের লাগাতার আক্রমণ, সংসদে বিরোধীদের লাগাতার হামলা। অন্যদিকে, করা ফাঁকির পৃথক অভিযোগে তদন্ত শুরু করে দিয়েছে হিমাচলের কংগ্রেস (Congress) সরকার। এসবের মধ্যেও ঘুরে দাঁড়াতে মরিয়া আদানিরা। বৃহস্পতিবার এক সংস্থার কাছ থেকে নেওয়া মোটা অঙ্কের ঋণ শোধ করে দিল আদানিরা।
বাজারের প্রবল চাপের মধ্যেও নিজেদের আর্থিক ক্ষমতা যে অটুট সেটা বোঝাতে বৃহস্পতিবার বড়সড় একটি পদক্ষেপ করেছে আদানি (Gautam Adani) গোষ্ঠী। আর দ্বিতীয়ত হিন্ডেনবার্গের বিরুদ্ধে সংস্থা সুপ্রিম কোর্টে (Supreme Court) যে মামলাটি করেছিল, সেটির শুনানির দিনও নির্ধারিত হয়ে গেল।
[আরও পড়ুন: পাহাড়ের প্রার্থীদের জন্য SSC-তে বিশেষ সুবিধা চেয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে অনুরোধ অনীত থাপার]
হিন্ডেনবার্গের রিপোর্ট (Hindenberg Report) এবং তারপর বাজারের রক্তক্ষয়েও যে তাঁদের আর্থিক ক্ষমতায় বিন্দুমাত্র প্রভাব পড়েনি, তা বোঝাতে মরিয়া আদানি গোষ্ঠী। সম্ভবত সেকারণেই একাধিক ব্যাংকিং গোষ্ঠীর কাছ থেকে নেওয়া ৫০ কোটি ডলারের ঋণ সময়ের আগেই পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছেন আদানিরা। ভারতীয় মুদ্রায় যা ৪ হাজার কোটি টাকারও বেশি। বার্কলেস পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি, ডয়েশ ব্যাংক এজি’র মতো কয়েকটি সংস্থা আদানিদের কাছে ৩৭ হাজার কোটি টাকা পায়। সেই ঋণের একটি অংশ আগামী ৭ মার্চ শোধ করার কথা। তার আগেই সেই কিস্তি পরিশোধ করলেন আদানিরা। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে। তার সুফলও পেতে শুরু করেছে সংস্থা।
[আরও পড়ুন: তুরস্কের ভুমিকম্পে আটকে ১০ ভারতীয়, মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ২০০]
উল্লেখ্য, হিন্ডেনবার্গের রিপোর্টকে সংস্থা তথা গোটা ভারতের উপর সুপরিকল্পিত আক্রমণ বলে দাবি করে ইতিপূর্বেই শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে আদানির সংস্থা। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, শুক্রবার সেই মামলার শুনানি হবে।