সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। তার জেরে হিন্দি টেলিভিশন অভিনেত্রীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল ‘ফেসবুক বন্ধু’র বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) ভরসোভা এলাকায়। আহত অভিনেত্রীর নাম মালভি মালহোত্রা (Malvi Malhotra)। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত।
২০১৪ সালে শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ানে’র মাধ্যমে মুম্বইয়ে অভিনয় জীবন শুরু করেন মালভি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘হোটেল মিলান’ ছবিতে অভিনয় করেন স্বপ্নার চরিত্রে। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন কুণাল রায় কাপুর (Kunaal Roy Kapur)। জানা গিয়েছে, ২৫ অক্টোবরই দুবাই থেকে একটি শুটিং সেরে ফিরেছিলেন মালভি। মুম্বইয়ের কফি শপে গিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে দেখা করতে। সেখান থেকে ফেরার পথেই হামলার সম্মুখীন হন।
[আরও পড়ুন: আদিবাসী নেতার চরিত্রে নায়কের মাথায় ফেজ টুপি কেন? ‘RRR’ ছবির টিজার ঘিরে বিতর্ক]
হাসপাতাল থেকেই পুলিশকে বয়ান দিয়েছেন মালভি। জানিয়েছেন, অভিযুক্তের নাম কুমার মাহিপাল সিং (Kumar Mahipal Singh)। ২০১৯ সালে ফেসবুকে অভিযুক্তের সঙ্গে মালভির পরিচয় হয়েছিল। নিজেকে প্রযোজক হিসেবে পরিচয় দিয়েছিল ওই যুবক। বেশ কয়েকবার দু’জনের সাক্ষাৎও হয়েছিল। কিছুদিন পরই বিয়ের প্রস্তাব দেয় কুমার মাহিপাল। তাতে রাজি হননি মালভি। সোমবার যখন তিনি কফি শপ থেকে ফিরছিলেন নিজের অডিতে চড়ে। সেখানে উপস্থিত হয় মাহিপাল। অভিনেত্রীর পথ আটকে দাঁড়ায়। তাঁর সঙ্গে জোর করে কথা বলার চেষ্টা করে। মালভি কথা বলতে রাজি না হলে আচমকা পকেট থেকে ছুরি বের করে। প্রথমে মালভির পেটে আঘাত করে। তারপর এলোপাথারি ভাবে ছুরি চালাতে থাকে। মালভির ডান হাতের কবজি ও বা হাতের আঙুলে আঘাত লাগে। অভিনেত্রী মাটিতে লুটিয়ে পড়তেই সেখান পালিয়ে যায় কুমার মাহিপাল।
মালভির বয়ানের ভিত্তিতে খুনের চেষ্টা ও অশুভ অভিসন্ধিতে মহিলার পিছু নেওয়ার অভিযোগ দায়ের করেছে মুম্বই পুলিশ। কুমার মাহিপালের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে।