সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরল প্রেসিডেন্সির ইডেন হিন্দু হস্টেল। পড়ুয়াদের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে দ্রুত সংরক্ষণের কাজ সেরে হস্টেল ফিরিয়ে দেওয়া হল। নিজেদের হস্টেল ফিরে পেলেন ছাত্রছাত্রীরা। প্রবল উচ্ছ্বাস দেখা গিয়েছে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে। ঐক্যবদ্ধ আন্দোলনের জেরেই এই জয় বলে প্রত্যেকে একে অপরকে অভিবাদন জানিয়েছেন পড়ুয়ারা। খুব দ্রুত পড়ুয়ারা তাঁদের ঘরও ফিরে পাবেন বলে সূত্রের খবর।
[টেক অফের পর বিমান ওড়ানোর হুমকি, আতঙ্ক দমদম বিমানবন্দরে]
হিন্দু হস্টেল নিয়ে পড়ুয়াদের দাবিকে গুরুত্ব দিয়ে কলেজ কর্তৃপক্ষকে ডেকে উষ্মা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ যত দ্রুত সম্ভব পড়ুয়াদের হস্টেল ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেন তিনি৷ কর্তৃপক্ষের উপর চাপ বাড়িয়ে দফায় দফায় আন্দোলনের মাত্রা বাড়িয়েছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ হিন্দু হস্টেল খোলার দাবিতে অধ্যক্ষকে ঘেরাও-সহ প্রেসিডেন্সি-র ক্যাম্পাসে চলে বিক্ষোভও৷ সমস্যা সমাধান না হওয়ায় অনশনেও বসেছিলেন আন্দোলনকারীরা৷
[উত্তুরে হাওয়ার দাপটে নামছে পারদ, শীতের আমেজ তিলোত্তমায়]
আন্দোলনের চাপে পর হস্টেল খুলতে অনুমতি দিয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কিন্তু, পরে কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, হস্টেল হস্তান্তর হতে আরও দু’সপ্তাহ সময় লাগবে বলেও জানিয়ে দেওয়া হয়৷ কর্তৃপক্ষের ওই ঘোষণায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রছাত্রীরা৷ ডিন অফ স্টুডেন্টসের ঘরের বাইরে অবস্থান শুরু করেন তাঁরা৷ নতুন করে বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয়েছিল উত্তেজনা৷ পড়ুয়াদের বিক্ষোভে বিপর্যস্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম৷
[ইঁদুরই বয়ে নিয়ে আসছে মারণ রোগ, আতঙ্ক বাড়ছে শহরে]
কর্তৃপক্ষের আশ্বাসেও পরও হস্টেল হস্তান্তর না হওয়ার ঘটনায় সংবাদমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সময়সীমা দেওয়ার পরও কেন কাজ শেষ হল না, তা জানতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেকে পাঠান শিক্ষামন্ত্রী৷ কেন দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান করতে পারল না কর্তৃপক্ষ? কোথায় কী সমস্যা রয়েছে, তা জানতেও চান শিক্ষামন্ত্রী৷ রাজ্যের শিক্ষামন্ত্রীর নির্দেশের পর হস্টেল খুলতে উদ্যোগী হয় কর্তৃপক্ষ৷
The post দীর্ঘ আন্দোলনের পর হিন্দু হস্টেল ফিরে পেলেন প্রেসিডেন্সির পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.