shono
Advertisement

পরস্পরের স্ত্রীকে কিডনি দিয়ে বাঁচালেন হিন্দু-মুসলিম যুবক

ঐক্যের নতুন বীজ রোপণ করলেন জয়পুরের বিনোদ মেহরা ও আনোয়ার আহমেদ৷ The post পরস্পরের স্ত্রীকে কিডনি দিয়ে বাঁচালেন হিন্দু-মুসলিম যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:16 PM Sep 11, 2016Updated: 01:46 PM Sep 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দিন কয়েক আগেও কেউ কাউকে চিনতেন না তাঁরা৷ কিন্তু, আজ একে অন্যের পরমাত্মীয়৷ মেহরাদের সৌজন্যে ইদের খুশি এবার দ্বিগুণ আহমেদ পরিবারের কাছে৷ আবার আহমেদভাইদের উৎসব যেন মেহরা পরিবারেও  দিওয়ালির রোশনাই নিয়ে এসেছে৷

Advertisement

‘জাতের নামে বজ্জাতি’র দিনে ঐক্যের নতুন বীজ রোপণ করেছেন জয়পুরের বিনোদ মেহরা ও আনোয়ার আহমেদ৷ আনোয়ারের দেওয়া কিডনিতে নতুন জীবন ফিরে পেয়েছেন বিনোদের স্ত্রী৷ আবার বিনোদের দান করা কিডনিতে প্রাণ পেয়েছেন আনোয়ারের স্ত্রী৷ সেপ্টেম্বর মাসের ২ তারিখ জয়পুরের এক বেসরকারি হাসপাতালে এই বিরল অস্ত্রোপচার করেন চিকিৎসক আশুতোষ সোনি৷

বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন বিনোদের স্ত্রী অনিতা৷ তাঁর ব্লাড গ্রুপ ছিল B+৷  A+ ব্লাড গ্রুপের বিনোদের পক্ষে স্ত্রীকে কিডনি দেওয়া সম্ভব ছিল না৷ একই সমস্যায় পড়েছিলেন আনোয়ারও৷ অতিরিক্ত পেইন কিলার খাওয়ার ফলে কিডনি অকেজো হয়ে গিয়েছিল আনোয়ারে স্ত্রী তসলিম জাহানেরও৷ ঘটনাচক্রে তসলিমের ব্লাড গ্রুপ A+ এবং B+ ব্লাড গ্রুপ আনোয়ারের৷

সাধারণত  নিকট আত্মীয়দের থেকেই রোগীর জন্য কিডনি নিয়ে থাকেন চিকিৎসকরা৷ কিন্তু, আনোয়ার-অনিতা ও বিনোদ-তসলিমের ব্লাড গ্রুপ মিলে যাওয়ায় এই ‘চান্স’ নেন আশুতোষ সোনি৷ অস্ত্রোপচার সফলভাবেই সম্পন্ন হয়েছে৷ অনোয়ার-বিনোদ আগেই ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে৷ সোমবার ছাড়া পাবেন তসলিম ও অনিতা৷ নতুন জীবনে উৎসবের আনন্দ তাই ভাগ করে নেবে দুই পরিবার৷

The post পরস্পরের স্ত্রীকে কিডনি দিয়ে বাঁচালেন হিন্দু-মুসলিম যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement