shono
Advertisement
Democrat Event

'ওম শান্তি শান্তি', শিকাগোয় ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনে বৈদিক মন্ত্র, বক্তা পুরোহিত

মার্কিন মুলুকে 'বসুধৈব কুটুম্বকমে'র বার্তা দিলেন পুরোহিত রাকেশ ভাট।
Published By: Kishore GhoshPosted: 10:21 AM Aug 22, 2024Updated: 10:53 AM Aug 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে প্রেক্ষাগৃহে ধ্বনিত হল পবিত্র 'ওম শান্তি শান্তি' মন্ত্র। ভারতে নয়, শিকাগোয়। তাও আবার আমেরিকায় ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের ঘটনা। এদিন ছিল ওই সম্মেলনের তৃতীয় দিন। শুরুতেই মেরিল্যন্ডের শিব-বিষ্ণু মন্দিরের পুরোহিত রাকেশ ভাট বৈদিক মন্ত্র পাঠ করলেন। ঈশ্বরের আশীর্বাদ চাইলেন গোটা দেশের মানুষের জন্যে। মার্কিন মুলুকে দাঁড়িয়ে 'বসুধৈব কুটুম্বকমে'র বার্তাও দিলেন।

Advertisement

সংক্ষিপ্ত বক্তব্যে রাকেশ বলেন, "আমাদের মধ্যে নীতিগত ভেদাভেদ থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে আমরা একতায় বিশ্বাসী।" আরও বলেন, "আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। আসুন মিলিত ভাবে চিন্তা করি। আমাদের হৃদয় একসঙ্গে স্পন্দিত হোক। সবটাই সমাজের উন্নতিকল্পে। এই ভাবেই আমরা শক্তিশালী হয়ে উঠি, যাতে করে ঐক্যবদ্ধ হতে পারি এবং আমাদের জাতিকে গর্বিত করতে পারি।" প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে স্টেজ ছাড়ার আগে রাকেশ সমস্ত আমেরিকাবাসীর উদ্দেশে বার্তা দেন, "বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী হতে হবে।" সব শেষে "ওম শান্তি শান্তি শান্তি" ধ্বনি উঠল শিকাগোর প্রেক্ষাগৃহে।

 

[আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা! তিরুঅনন্তপুরম বিমানবন্দরে হুলস্থুল]

বলা বাহুল্য কোনও রাজনৈতিক দলের জাতীয় সম্মেলনে এমন ঘটনা নজিরবিহীন। আমেরিকায় প্রবাসী ভারতীয়দের মন পেতেই যে পুরোহিত রাকেশের দ্বারস্থ ডেমোক্র্যাটরা তা বলা বাহুল্য। কিন্তু কে এই রাকেশ ভাট? তিনি মাধওয়া সম্প্রদায়ের পুরোহিত। বেশ কয়েক বছর আগে আমেরিকা পাড়ি দেন। হিন্দি, ইংরেজি ছাড়াও আর চারটি যথাক্রমে তামিল, তেলেগু, কন্নড় এবং সংস্কৃতি ভাষায় অনর্গল কথা বলতে পারেন তিনি। ইংরেজি, সংস্কৃতি এবং কন্নড়ে স্নাতক ডিগ্রি রয়েছে ভারতে বেঙ্গালুরুর বাসিন্দা রাকেশের। দেশে বদ্রীনাথ এবং সালেমের মন্দিরের দায়িত্ব ছিলেন তিনি। ২০১৩ সালের জুলাই মাসে আমেরিকার মেরিল্যান্ডের শ্রী শ্রী শিব বিষ্ণু মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পান।

[আরও পড়ুন: অপসারিত সন্দীপ, নিরাপত্তায় মোতায়েন আধাসেনা, এবার কি কাজে ফিরবেন চিকিৎসকরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংক্ষিপ্ত বক্তব্যে রাকেশ বলেন, "আমাদের মধ্যে নীতিগত ভেদাভেদ থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে আমরা একতায় বিশ্বাসী।"
  • বলা বাহুল্য কোনও রাজনৈতিক দলের জাতীয় সম্মেলনে এমন ঘটনা নজিরবিহীন।
Advertisement