shono
Advertisement

আদালতে বিয়ে করতে যাওয়াই কাল! ভিন ধর্মের যুগলকে কোর্ট চত্বর থেকে ‘অপহরণ’হিন্দুত্ববাদীদের

মুসলিম তরুণের বিরুদ্ধে ধর্মান্তকরণ বিরোধী আইনে মামলা পুলিশের।
Posted: 02:57 PM Apr 21, 2022Updated: 09:56 PM Apr 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের সম্পর্ক ছিল যুগলের। আদালতে আইনত বিয়ে করতে গিয়েছিলেন মুসলিম তরুণ ও হিন্দু তরুণী। জোর করে সেই বিয়ে রুখে দিল একটি হিন্দুত্ববাদী সংগঠন। এমনকী যুগলকে পুলিশের হাতে তুলে দেয় সংগঠনের সদস্যরা। পুলিশও মুসলিম তরুণের বিরুদ্ধে ব্যবস্থা নিল। ধর্মান্তকরণ বিরোধী আইনে তরুণের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তরুণীকে অপহরণেরও অভিযোগ আনা হয়েছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UP) মোরাদাবাদে (Moradabad)। সোমবার বিকেলে জেলা আদালতে আইনত বিয়ে করতে যায় মুসলিম তরুণ ও তাঁর বান্ধবী হিন্দু তরুণী। সেই সময় হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু যুব বাহিনী’র সদস্যেরা বাধা দেয় যুগলকে। তরুণের বিরুদ্ধে ‘লাভ জিহাদে’র অভিযোগ আনে তারা। এরপর যুগলকে পুলিশের হাতে তুলে দেয়। তরুণ-তরুণীকে পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলে হিন্দুত্ববাদীরা।

[আরও পড়ুন: কাশ্মীরে বড় ধাক্কা খেল জেহাদি নেটওয়ার্ক, এনকাউন্টারে খতম লস্করের কুখ্যাত কমান্ডার]

মোরাদাবাদ পুলিশ জানিয়েছে, মুসলিম তরুণের বাড়ি মোরাদাবাদের কাটঘর এলাকার কুরুলাতে। তরুণীর বাড়ি পাঞ্জাবের লুধিয়ানায়। অভিযুক্ত তরুণ লুধিয়ানায় তরুণীর বাড়ির কাছাকাছি একটি দোকানে কাজ করতেন। সেই সময় উভয়ের মধ্যে সম্পর্ক হয়। সম্প্রতি তরুণ-তরুণী লুধিয়ানা থেকে নিরুদ্দেশ হয়। যার পর তরুণীর পরিবার নিখোঁজ ডায়েরি করে। মোরাদাবাদের এক পুলিশ প্রধান রবীন্দ্র প্রতাপ সিং বলেন, “তরুণ-তরুণীর সম্পর্ক ছিল। ১৪ এপ্রিল তাঁরা লুধিয়ানা থেকে পালিয়ে মোরাদাবাদে আসে। ওঁরা বিয়ে করতে যাচ্ছিল। সেই সময় হিন্দু যুব বাহিনী ওঁদের আটকায়।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে তরুণীকে লুধিয়ানায় তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত মুসলিম তরুণের বিরুদ্ধে ধর্মান্তকরণ বিরোধী আইন ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

[আরও পড়ুন: ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী, সাড়ে নয় হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা লন্ডনের]

প্রসঙ্গত, কিছুদিন আগে আগরায় কতকটা একই ধরনের ঘটনায় মুসলিম তরুণের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একটি হিন্দুত্ববাদী সংগঠন। ওই ঘটনায় প্রেমিক মুসলমান তরুণ ও হিন্দু তরুণী নিরুদ্দেশ হন। এরপরই যুবকের বিরুদ্ধে অপহরণের (Kidnap) অভিযোগ এনে তাঁর বাড়ি পুড়িয়ে দিয়েছিল হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। যদিও তরুণী জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় মুসলিম যুবকের সঙ্গে বাড়ি ছাড়া হয়েছিলেন।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement