shono
Advertisement

ভারতে বড়সড় হামলার আগেই গ্রেপ্তার হিজবুল জঙ্গি, মিলল পাক পাসপোর্ট 

সতর্ক রয়েছেন সশস্ত্র সীমা বলের জওয়ানরা, ভারতে অনুপ্রবেশের ছক কষছে প্রায় ৩০০ জঙ্গি৷ The post ভারতে বড়সড় হামলার আগেই গ্রেপ্তার হিজবুল জঙ্গি, মিলল পাক পাসপোর্ট  appeared first on Sangbad Pratidin.
Posted: 03:58 PM May 14, 2017Updated: 10:28 AM May 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর লখনউ ফ্রন্টিয়ারের ফার্স্ট ব্যাটালিয়নের হাতে গ্রেপ্তার এক হিজবুল মুজাহিদিন জঙ্গি৷ ৩৪ বছরের ওই জঙ্গির নাম নাসির আহমেদ ওরফে সাদিক বলে জানিয়েছে সেনা৷ শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়৷

Advertisement

জম্মু ও কাশ্মীরের বানহিয়াল এলাকায় ২০০২ থেকে সক্রিয় ছিল সাদিক৷ রামবন জেলায় হিজবুল জঙ্গিদের প্রশিক্ষণের দায়িত্ব ছিল তার উপর৷ একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে তার নাম জড়িয়েছে৷ ২০০৩ সালে পাকিস্তানে পাড়ি দেয় সাদিক৷ সেখানে হিজবুল জঙ্গিদের শীর্ষ নেতাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও বিস্ফোরণ ঘটানোর প্রশিক্ষণ নেই সাদিক৷

[দেশের সবচেয়ে গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী এখনও ইন্দিরাই, মন্তব্য রাষ্ট্রপতির]

২০০৩-০৪-এর মধ্যে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার আতাক নামে এক গোপন স্থানে একে-৪৭, একে-৫৬, এসএলআর, রকেট লঞ্চার (আরপিজি৭), অ্যাসল্ট রাইফেল (জি৩ ও জি২) ও হ্যান্ড গ্রেনেড ছোড়ার প্রশিক্ষণ প্রায় সাদিক৷ পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও পাক সেনার কর্তারা সাদিককে প্রশিক্ষণ দেয় বলে জানতে পেরেছে সেনা৷ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলার জন্য সাদিককে প্রস্তুত করা হয়৷

[অস্থিরতা রুখতে পুলিশ হতে চান ৬৭ হাজার কাশ্মীরি যুবক-যুবতী]

ভারতে বড়সড় হামলার ছক কষে সাদিক ও তার সঙ্গীদের ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয় হিজবুল নেতারা৷ গত ১০ মে পাকিস্তানের ফয়জলাবাদ থেকে কাঠমান্ডু পাড়ি দেয় সাদিক ও মহম্মদ শফি৷ কাঠমান্ডু থেকে ভারত-নেপাল সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশ করতে গেলে সশস্ত্র সেনার হাতে ধরা পড়ে যায় ওই কুখ্যাত হিজবুল জঙ্গি৷ তাকে জেরা করছে এসএসবি৷ তার কাছ থেকে মিলেছে পাকিস্তানের পাসপোর্ট৷ জানা গিয়েছে, পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ওই জঙ্গি৷

The post ভারতে বড়সড় হামলার আগেই গ্রেপ্তার হিজবুল জঙ্গি, মিলল পাক পাসপোর্ট  appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement