সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনে দেশের ৫টি বিমানে বোমাতঙ্ক। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেট ও আকাসা এয়ারের বিমানে বোমা রাখা রয়েছে বলে মঙ্গলবার এল হুমকি ফোন। খবর পেয়ে তড়িঘড়ি পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। জরুরি অবতরণ করিয়ে তল্লাশি অভিযান চালানো হয় বিমানে। যদিও বিমানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ঘটনার জেরে ব্যপক হয়রানির শিকার হন যাত্রীরা।
জানা গিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ জয়পুর থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। গন্তব্য ছিল বেঙ্গালুরু। আকাশে ওড়ার কিছুক্ষন পর উড়ো ফোন আসে বিমান কর্তৃপক্ষের কাছে। জানানো হয়, বোমা রাখা রয়েছে ওই বিমানে। দুপুর ২টো নাগাদ ১৩৯ জন যাত্রী-সহ বিমানটিকে নামানো হয় অযোধ্যা বিমানবন্দরে। এর পর বিমান থেকে একে একে সকল যাত্রীকে বের করে নিয়ে আসা হয়। রানওয়ে থেকে মাত্র ২০০ মিটার দূরে যাত্রীদের সরিয়ে নিয়ে গিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। বেশ কয়েকজন যাত্রীরও তল্লাশি চালানো হয় বলে অভিযোগ। বিকেলে একই রকম হুমকি ফোন পেয়ে কানাডাতেও জরুরি অবতরণ করে দিল্লি থেকে আমেরিকা শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার বিমান।
একই ঘটনা ঘটে সৌদি আরবের দামাম থেকে লখনউগামী ইন্ডিগোর বিমানে। বোমার খবর প্রকাশ্যে আসতেই জয়পুরে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। দ্বারভাঙা থেকে মুম্বইগামী স্পাইসজেট বিমান ও শিলিগুড়ি থেকে বেঙ্গালুরুগামী আকাসা এয়ারের বিমানেও বোমাতঙ্কের হুমকি আসে। তবে দীর্ঘ তল্লাশির পরও কোনও বিমান থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে মুম্বই থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার(Bomb Threat) হুঁশিয়ারি আসে। বিমানবন্দর থেকে ওড়ার পরই এই বার্তা পেয়ে তড়িঘড়ি রুট ঘুরিয়ে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। সোমবার সকালেও মুম্বই থেকে মাসকাটগামী বিমানেও বোমাতঙ্কের খবর মেলে। ইন্ডিগোর 6E 1275 বিমানটিকে এর পর একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। নিয়ম মেনে চিরুণি তল্লাশি হয় বিমানটিতে। যদিও কোনও বিমানেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।