shono
Advertisement

গুরুতর আহত হানি বাফনা, কী হয়েছে অভিনেতার?

'শ্যামা' ধারাবাহিকে দেখা যাচ্ছে হানিকে।
Posted: 03:56 PM Sep 14, 2023Updated: 03:56 PM Sep 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর আহত টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। খবর অনুযায়ী, অভিনেতার হাতে ২০ টি সেলাই পড়েছে।

Advertisement

তা কী হয়েছে অভিনেতার?

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিনেতার হাতে কাচ ঢুকেই বিপত্তি ঘটেছে। ক্ষত এতটাই গভীর যে অস্ত্রোপচার করতে হবে অভিনেতার। সবে সান বাংলার ‘শ্যামা’ ধারাবাহিকে অভিনয় শুরু করেছিলেন হানি। তার মাঝেই এমন বিপত্তি।

[আরও পড়ুন: ‘উনি হয়তো সন্ত্রাসের সমর্থক’, ধর্ম তুলে নাসিরুদ্দিন শাহকে খোঁচা বিবেক অগ্নিহোত্রীর]

নতুন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা এবং টুম্পা ঘোষ। এর আগে ‘সোহাগ জল’ ধারাবাহিকের নায়ক ছিলেন হানি। আর টুম্পাকে দেখা গিয়েছিল ‘ত্রিশূল’ সিরিয়ালে। এবার অন্যরকম গল্পে দেখা যাচ্ছে দু’জনকে। ‘শ্যামা’ সিরিয়ালে হানি-টুম্পা ছাড়াও ধারাবাহিকে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায়, ভরত কল, সুচিস্মিতা চৌধুরী, সায়ক চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার, মৌসুমী সাহা ও সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: নবনীতার পর জীবনে ‘আরেক প্রিয়’র ছুটি! বিদায়বেলায় চোখে জল জিতু কমলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement