shono
Advertisement

সোয়াইন ফ্লু’র কবলে দুই গবেষক, চিকিৎসা প্রদানে নারাজ শহরের হাসপাতাল

অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের৷ The post সোয়াইন ফ্লু’র কবলে দুই গবেষক, চিকিৎসা প্রদানে নারাজ শহরের হাসপাতাল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 AM Feb 23, 2019Updated: 09:20 AM Feb 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে শহরে চরম দুর্ভোগের মুখে পড়তে হল দুই রোগীকে৷ একজন প্রবাসী বাঙালী এবং অন্যজন বিদেশিনী৷ আক্রান্তদের নাম সৌমিত্র বেড়া ও বিয়াঙ্কা ইভানকোভা৷ অভিযোগ, তাঁরা সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত জানতে পেরে, ভরতি নিতে চায়নি শহরের বেশ কয়েকটি হাসপাতাল৷ অসুস্থ অবস্থায় হেনস্তার শিকার হতে হয় তাঁদের৷ কাঠগড়ায় অ্যাপোলো, কলম্বিয়া এশিয়া ও বেলঘাটা আইডি হাসপাতাল৷ যদিও হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালগুলির কর্তৃপক্ষ৷ 

Advertisement

[ইডেন থেকে পাক ক্রিকেটারদের ছবি না সরালে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির ]

জানা গিয়েছে, এনারা দু’জনেই চেক প্রজাতন্ত্রে থাকেন৷ কলকাতায় এসেছেন রিসার্চের কাজে৷ সম্প্রতি প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথার সমস্যায় পড়েন৷ এবং চিকিৎসকের পরামর্শ নেন তাঁরা৷ পরীক্ষায় তাঁদের সোয়াইন ফ্লু ধরা পড়ে৷ এরপর কলম্বিয়া এশিয়ায় ভরতি হতে যান সৌমিত্র৷ অভিযোগ, সোয়াইন ফ্লু হয়েছে জানতে পেরে, তাঁকে ভরতি নিতে চায়নি ওই হাসপাতাল৷ বরং তাঁকে অন্যত্র রেফার করে দেওয়া হয়৷ একই অভিযোগে অ্যাপোলো কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন বিয়াঙ্কাও৷ তিনি জানিয়েছেন, সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত জেনে তাঁকে ভরতি নিতে চায়নি অ্যাপোলো৷ এরপর তিনি যান বেলেঘাটা আইডি হাসপাতালে৷ এমনকী, সেখানেও তাঁকে ভরতি নেওয়া হয়নি বলে অভিযোগ৷

[ছেলে খেতে দেয় না, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির]

সবক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ কলম্বিয়া এশিয়ার সিনিয়র জেনারেল ম্যানেজার অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোয়াইন ফ্লু পজিটিভ হলে আইসোলেশন ওয়ার্ড ও নেগেটিভ পেশার রুমে রোগীর চিকিৎসার প্রয়োজন হয়৷ কিন্তু কলম্বিয়া এশিয়ায় সেই ব্যবস্থা না থাকায়৷ স্বাস্থ্য দপ্তরের নথিভুক্ত হাসপাতালে সৌমিত্র বাবুকে রেফার করা হয়৷ হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷ একই ভাবে হেনস্তার অভিযোগ মানতে চায়নি অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাঁরা জানিয়েছেন, বিয়াঙ্কা আউটডোরে আসেন প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে পরামর্শ নিতে৷ যা তাঁকে দেওয়া হয়৷ কিন্তু তিনি হয়রানির শিকার হননি৷ বিদেশিনীর অভিযোগ অস্বীকার করেছে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষও৷ আবারও শহরে বাড়ছে সোয়াইন ফ্লুয়ের প্রকোপ৷ শুক্রবারই পার্ক সার্কাসের এক নার্সিংহোমে মৃত্যু হয় দশ মাসের এক শিশুর৷ ডেথ সার্টিফিকেটে সোয়াইন ফ্লুয়ের কথা উল্লেখ করেন চিকিৎসকেরা৷ সরকারি হিসাবে এখনও মৃতের সংখ্যা এক হলেও, বেসরকারি মতে সংখ্যাটা সাত৷ আক্রান্তের সংখ্যা ৩১০৷

The post সোয়াইন ফ্লু’র কবলে দুই গবেষক, চিকিৎসা প্রদানে নারাজ শহরের হাসপাতাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement