অভিরূপ দাস: রেশন দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেপ্তার হওয়ার পরদিনই অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। শুক্রবার এজলাসে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। এই অবস্থায় বনমন্ত্রীকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। শনিবার দিনভর তাঁর নানা শারীরিক পরীক্ষা হয়েছে। সন্ধেবেলা হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার কথা। আপাতত তাঁর ‘মেডিক্যাল স্টেটাস’ স্থিতিশীল।
হৃদরোগ, স্নায়ুরোগ-সহ একাধিক সমস্যা নিয়ে শুক্রবার সন্ধেবেলা হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁর উচ্চ রক্তচাপ (High Blood Pressure), রক্তে শর্করার (Sugar) মাত্রাও অনেক বেশি। তড়িঘড়ি হৃদরোগ বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্বাবধানে শুরু হয় চিকিৎসা। শনিবারও একাধিক পরীক্ষা হয়েছে। ওষুধ খাওয়ানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। সব ঠিক থাকলে সোমবার ছাড়া হতে পারে মন্ত্রীকে। তার পর থেকে তাঁর ইডি হেফাজত শুরু হবে। এদিকে, ইডি চায়, আলিপুর কমান্ড হাসপাতালে চিকিৎসা হোক মন্ত্রীর। কিন্তু সেই প্রস্তাবে রাজি নয় কমান্ড হাসপাতাল। তাদের দাবি, অনেকের চিকিৎসার ভার এই হাসপাতালের উপর। তাই বাড়তি দায়িত্ব নেওয়া সম্ভব নয়।
[আরও পড়ুন: মহুয়াকে ফের তলব এথিক্স কমিটির, হীরানন্দানির থেকে কী কী নিয়েছেন? জানালেন তৃণমূল সাংসদ ]
শনিবার সন্ধেয় হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে, ডায়বেটিসের চিকিৎসা চলছে। তবে অবস্থা স্থিতিশীল। সূত্রের খবর, রবিবার মন্ত্রীকে দেখতে হাসপাতালে যেতে পারেন ইডির এক তদন্তকারী অফিসার (IO)। শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল ব্যাঙ্কশাল আদালতের তরফে। কিন্তু এদিন এজলাসে থাকাকালীন তিনি হাসপাতালে ভর্তি হন। তাই বিচারক জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১০ দিন তাঁকে ইডি হেফাজতে থাকতে হবে।
[আরও পড়ুন: কৃত্রিম প্রজননে গোপনে নিজেরই শুক্রাণু ব্যবহার করে বেকায়দায় চিকিৎসক! দায়ের হল মামলা]
এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে কটাক্ষ – সংকটজনক নন। যদিও X হ্যান্ডলের পোস্টে কারও নাম উল্লেখ করা নেই। তবে যেভাবে তা প্রকাশ্যে আনা হয়েছে এবং যা লেখা হয়েছে, তাতে তাঁর নিশানায় যে জ্যোতিপ্রিয় মল্লিকই, বুঝতে অসুবিধা নেই। তা নিয়ে তৃণমূলও পালটা সরব হয়েছে।