shono
Advertisement

বিশাল অফার! উৎসবের মরশুমে টিকিট বুকিংয়ে বিশেষ ছাড় আইআরসিটিসির

কীভাবে মিলবে জানেন? The post বিশাল অফার! উৎসবের মরশুমে টিকিট বুকিংয়ে বিশেষ ছাড় আইআরসিটিসির appeared first on Sangbad Pratidin.
Posted: 08:06 PM Sep 05, 2018Updated: 08:06 PM Sep 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লম্বা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটার দিন অতিক্রান্ত৷ দূরপাল্লার যাত্রায় এখন অনেকেই সাহায্য নেন আইআরসিটিসি অ্যাপ বা ই-টিকিট বুকিং সিস্টেমের৷ মোবিকুইক, ফোন-পে ও পেটিএম অ্যাপের মাধ্যমে অনলাইনেই মিটিয়ে দেন ট্রেনের ভাড়া৷ ইমেলে চলে আসে টিকিট৷ সময়ে সময়ে পৌঁছে যায় ট্রেন সংক্রান্ত তথ্য৷ নির্দিষ্ট দিনে পরিবারের সঙ্গে বা একাই শান্তিতে পাড়ি জমান ট্রেনে৷ তবে জানেন কি এই অ্যাপগুলির মাধ্যমেই ট্রেনের টিকিট বুকিংয়ে বিশেষ ছাড় পেতে পারেন আপনি? মিলতে পারে ক্যাশব্যাক৷ তাও বছরের যেকোনও সময়৷ এমনকি উৎসবের সময়ও৷ বর্তমানে এমন আকর্ষণীয় অফার দিচ্ছে মোবিকুইক, ফোন-পে ও পেটিএম৷ যার মাধ্যমে গ্রাহক পাবেন বিশেষ ছাড় ও ক্যাশ ব্যাক৷ কিন্তু কেমন ভাবে এই সুযোগ ব্যবহার করবেন তা জানেন?

Advertisement

[মাঝেরহাট ব্রিজ কাণ্ডে ফেসবুকে ‘মার্ক সেফ’-এর হিড়িক নেটিজেনদের]

আগে দেখে নেওয়া যাক অফারে কী কী থাকছে৷ জানা গিয়েছে, আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং-এর সময় মোবিকুইক দিচ্ছে টিকিটের দামের উপর ১০ শতাংশ ছাড়৷ তবে এক্ষেত্রে উপভোক্তাকে অবশ্যই মোবিকুইক অ্যাপটি ব্যবহার করে টাকার লেনদেন করতে হবে৷ ব্যবহার করতে হবে সংস্থার ‘সুপারক্যাশ’ অপশনটিকে৷ ফলে উৎসবের মরশুম হলেও দূরপাল্লার ট্রেনের টিকিটের ক্ষেত্রে গ্রাহককে অতিরিক্ত টাকা গুনতে হবে না৷ বরং, টিকিটের মূল্যে ১০ শতাংশ ছাড় পাবেন তাঁরা৷ কেবল আইআরসিটিসি-র ই-টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই এটি প্রযোজ্য নয়৷ পাশাপাশি, আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করলেও একই অফার গ্রাহ্য হবে৷ একই ভাবে গ্রাহকদের জন্য ক্যাশব্যাক অফার এনেছে ফোন-পে ও পেটিএম৷ সেক্ষেত্রে দুটি অ্যাপের মাধ্যমে আইআরসিটিসি-তে টিকিট বুকিং করলে মিলবে ১০০ টাকা ক্যাশব্যাক৷ এমনকি প্রথম দুটি টিকিট বুকিং-এর জন্য থাকছে ৫০ টাকা ছাড়ের ব্যবস্থা৷

[চোখের নিমেষে ভেরিফাই করে ফেলুন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি]

এবার জানা যায় কেমন ভাবে মিলবে এই ডিসকাউন্ট ও ক্যাশ-ব্যাক অফার৷ প্রথমে, গ্রাহককে আইআরসিটিসি অ্যাপটিতে প্রবেশ করতে হবে৷ নিজের বৈধ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে৷ তারপর ট্রেন যাত্রা সংক্রান্ত তালিকা সঠিক তথ্যে পূরণ করতে হবে৷ এরপর পেমেন্ট সেকশনে যেতে হবে৷ মোবিকুইক, ফোন-পে ও পেটিএম-এর মধ্যে কোনও অ্যাপের মাধ্যমে তিনি টাকা মেটাতে চান তা বেছে নিতে হবে৷ প্রয়োজনে কোনও গ্রাহক এসবিআই-এর কার্ডও ব্যবহার করতে পারেন৷ এই পদ্ধতিতে টাকা মেটাতে গেলেই গ্রাহকের কাছে ডিসকাউন্ট বা ক্যাশব্যাকের অপশন আসবে৷ তা ব্যবহার করলেই মিলবে সুবিধা৷

The post বিশাল অফার! উৎসবের মরশুমে টিকিট বুকিংয়ে বিশেষ ছাড় আইআরসিটিসির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement