সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাবছেন নতুন ফোন কিনবেন? তবে এক্ষুনি নয়। একটু টাকাপয়সা জমিয়ে তারপর। যদিও এমন পরিকল্পনা থেকে থাকে তাহলে সাবধান! আগামী বছর থেকেই হু হু করে বাড়তে পারে স্মার্টফোনের দাম। ফলে এখন থেকেই বাড়তি সঞ্চয় না করলে পরে সমস্যা পড়তে হতে পারে। কিন্তু কেন দামি হচ্ছে স্মার্টফোন? এর নেপথ্যে 'ভিলেন' কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই।
আপনার ছবি এডিট করে দেওয়া হোক কিংবা ইমেলের সংক্ষেপসার বানানো- যত সময় গিয়েছে ততই চাহিদা বেড়েছে এআইয়ের। কিন্তু সেই সঙ্গেই এআই ডেটা সেন্টারে বেড়েছে চাহিদা। আর তার ফলেই গ্লোবাল টেক সাপ্লাই চেনের চেহারাই বদলে যাচ্ছে। সহজ করে বললে নেক্সট জেন স্মার্টফোন ও অত্যাধুনিক এআই সার্ভার- মেমরি চিপের উপর নির্ভরশীল উভয়ই। বিশেষ করে DRAM। জটিল কাজ সম্পন্ন করতে এই চিপগুলির কোনও বিকল্প নেই। স্মার্টফোনের অ্যাপ, গেম বা ছবির ক্ষেত্রে এই চিপ কার্যকর। আবার সার্ভারের র্যাকে শক্তিশালী কোনও এআই মডেল চালাতেও তার জুড়ি মেলা ভার।
অর্থাৎ দুই ক্ষেত্রেই জরুরি এই চিপগুলি। অথচ বিশ্ববাজারে স্মার্টফোনের থেকে এআই ডেটা সেন্টারে তা সরবরাহ করা অধিক লাভজনক। ফলে নির্মাতাদের কাছেও অগ্রাধিকার পাচ্ছে তারাই। ফলে স্মার্টফোনে তা ব্যবহার করার ক্ষেত্রে দামও বেশি দিতে হচ্ছে। যা পরোক্ষে দাম বাড়াতে চলেছে স্মার্টফোনের।
এই সমস্যাটা কিন্তু সাময়িক নয়। বরং তা আরও বাড়বে। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে মেমরি চিপের দাম ৪০ শতাংশের বেশি বাড়তে পারে। ফলে স্মার্টফোনের বাজারে নাভিশ্বাস উঠবে নির্মাতাদের। এই ধাক্কায় ৬.৯ শতাংশ বেড়ে যেতে পারে দাম! তাই যদি সত্যিই নতুন ফোন কেনার কথা ভাবেন, তাহলে হাতে কিছুটা পয়সা রেখে দেওয়া ভালো। অন্যথায় পকেটে ছেঁকা লাগতে পারে।
