shono
Advertisement

Whatsapp-এ অকারণে নষ্ট হচ্ছে ডেটা এবং স্টোরেজ, কীভাবে মিলবে সুরাহা?

বদলাতে হবে মোবাইল সেটিংস।
Posted: 09:18 PM Aug 07, 2021Updated: 09:18 PM Aug 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Whatsapp-এ সকলেই কোনও না কোনও গ্রুপে যুক্ত থাকে। আর সেই সমস্ত গ্রুপে অহরহ আসতে থাকে নানা ছবি-ভিডিও কিংবা অডিও। আর সেই ভিডিও, ছবি একদিকে যেমন স্টোরেজ ভরতি করে তেমনই খরচ হয় মোবাইল ডেটাও (Mobile data)। কীভাবে এই বিড়ম্বনা এড়ানো সম্ভব, রইল সম্পর্কিত বেশকিছু টিপস।

Advertisement

Whatsapp অবশ্য সব গ্রাহককেই অটো ডাউনলোড অপশন বন্ধের সুযোগ দেয়। তাহলেই ব্যবহারকারীর ইচ্ছে ছাড়া কোনও মিডিয়া ডাউনলোড হতে পারে না। কিন্তু নতুন অ্যাপটি আনইনস্টল করে ইনস্টল করলে কিংবা নতুন ফোনে অ্যাপ খুললে স্বয়ংস্ত্রিয়ভাবে মিডিয়া ডাউনলোড হতে শুরু করে। তখনই সমস্যা হয়। অকারণে ভরে যায় মোবাইলের গ্যালারি, স্টোরেজ। খরচ হয় মোবাইল ডেটা।

[আরও পড়ুন: মহা বিপাকে Flipkart, সাড়ে দশ হাজার কোটির নোটিস ইডির]

এছাড়াও, Media Visibility বলে একটি ফিচার রয়েছে WhatsApp-এ। এই অপশন Enable করলে ফোনে ডাউনলোড হওয়া সব ছবি, ভিডিও ফোনের গ্যালারি থেকে সরে যাবে। তার জন্য কী কী সেটিংস বদলাতে হবে, রইল তার তালিকা।
  • WhatsApp-এর লেটেস্ট ভারসন ডাউনলোড করুন।
  • বন্ধ করুন অটো ডাউনলোড। কীভাবে করবেন? হোয়াটসঅ্যাপে ঢুকে ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করতে হবে। তারপর চলে যান সেটিংসে।
  • সিলেক্ট করুন Storage and data।
  • Media Auto Download অপশনে যান।
  • এবার Using Mobile Data বিভাগে Photos, Audio, Videos, Documents আনচেক করে দিন।

 

[আরও পড়ুন: WhatsApp-এর বিশেষ ফিচারের সৌজন্যে সেক্স চ্যাট! পড়তে পারেন এই বিপদে]

বন্ধ করতে পারেন মিডিয়া ভিজিবিলিটিও। কীভাবে?

  • WhatsApp ওপেন করুন।
  • যান Settings-এ।
  • বেছে নিন Chats অপশনটি।
  • এবার Media Visibility অপশন বন্ধ করে দিন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement