shono
Advertisement

Breaking News

বাড়িতেই জুঁই ফুলের চাষ করতে চান? জেনে নিন পদ্ধতি

কী কী সার ব্যবহার করবেন? The post বাড়িতেই জুঁই ফুলের চাষ করতে চান? জেনে নিন পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:01 PM Aug 13, 2018Updated: 08:31 PM Aug 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশিরভাগ বাড়িতেই জুঁই ফুল গাছ দেখা যায়৷ বাড়ির আশেপাশে ছোট্ট একটুখানি বাগান বা টব হলেই যথেষ্ট। তাতেই আপনার বসিয়ে দিতে পারেন জুঁই ফুল গাছ৷ খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না এই গাছের৷ সামান্য পরিশ্রমে সুগন্ধী এই ফুলের চাষ করা সম্ভব৷ পুজো ও বিয়ের কাজে জুঁই ফুল ব্যবহার করা হয়৷ তাই পুজো ও বিয়ের মরশুমে এই ফুলে চাহিদা থাকে ভালই৷ এই ফুল বিক্রি করে প্রচুর লক্ষ্মীলাভও হয় কৃষকদের৷

Advertisement

[কালো নুনিয়ার সঙ্গে তুলাইপাঞ্জি চাল চাষের উদ্যোগ কোচবিহারে]

[শিলাবৃষ্টিতে সূর্যমুখী চাষে ব্যাপক ক্ষতি, মাথায় হাত কৃষকদের]

যেকোনও মাটিতে জুঁই গাছের চাষ করা সম্ভব৷ তবে কাঁকরযুক্ত মাটি না হওয়াই শ্রেয়৷ গোড়ায় জল জমতে যাতে না পারে, এমন জায়গাতেই ওই গাছ বসাতে হবে৷ অতিরিক্ত সূর্যের আলো জুঁই গাছের জন্য বিপজ্জনক৷ সারাদিনে ঘণ্টাখানেক রোদই এই গাছের জন্য যথেষ্ট৷ টবে যদি এই গাছ বসানো হয়, তবে তা জানালার পাশে রাখতে হবে৷ শীতকালে ঠাণ্ডা হাওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে গাছটিকে৷ গরমকালেও জুঁই ফুলের গাছের কোনও ক্ষতি হয় না৷ ফুলও ফোটে ভালই৷ শীতকালে সাধারণত জুঁই ফুল ফোটে কম৷ কিন্তু ওই সময়ই এই গাছটি বেড়ে ওঠার জন্য আদর্শ৷ তবে জুঁই ফুল যখন ফোটে তখন প্রচুর পরিমাণ জল প্রয়োজন৷ সেই সময় এই গাছের গোড়া ভিজে রাখতে পারলেই ভাল৷ সপ্তাহে প্রায় প্রতিদিনই জল দিতে হবে গাছে৷ তবে বর্ষার মরশুমে প্রতিদিন গাছে জল না দিলেও চলবে৷

 

[জবা ফুল চাষ করেও হতে পারে প্রচুর লাভ, পদ্ধতি জানা আছে?]

জুঁই গাছের সাধারণত পোকা লাগার সমস্যা থেকে যায়৷ এছাড়া পাতা বিবর্ণ হয়ে যাওয়া অথবা সাদা হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়৷ জুঁই ফুলে পোকা লাগার সমস্যাও কম নয়৷ যে পাতাটি বিবর্ণ হয়ে যাবে, সেটি যত তাড়াতাড়ি সম্ভব ছিঁড়ে ফেলতে হবে৷ পাতায় পোকা লেগে গেলে সেই পাতাটিকে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে৷ খেয়াল রাখতে হবে সাবান জল যেন গাছের গোড়া পর্যন্ত না পৌঁছায়৷ এছাড়া পটাশিয়াম ও ফসফরাসযুক্ত সারও গাছের বৃদ্ধিতে কাজে লাগে৷

[পাটের বিকল্প হিসাবে আখ চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা]

The post বাড়িতেই জুঁই ফুলের চাষ করতে চান? জেনে নিন পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement