shono
Advertisement

একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন Google Pay-তে, জেনে নিন কীভাবে

যাচাই করে নিন নিজেই। The post একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন Google Pay-তে, জেনে নিন কীভাবে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:11 PM Sep 29, 2019Updated: 02:14 PM Sep 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন’টা-পাঁচটা অফিসের পর রবিবার ছুটি। সেদিন আবার ব্যাংক বন্ধ। তাই সময়ের সঙ্গে সঙ্গে ‘গুগুল পে’-এর মতো ডিজিটাল ওয়ালেট ব্যবহারে স্বচ্ছন্দ হয়ে উঠেছে প্রায় সকলেই। কারণ, ব্যাংকের লম্বা লাইনে না দাঁড়িয়েও মুহূর্তেই মোবাইলের মাধ্যমেই সেরে ফেলা যায় যাবতীয় কাজ। শুধু তাই নয়, কেনাকাটা, দোকানের বিল মেটানো, থেকে শুরু করে বাড়ির জল ও বিদ্যুতের বিল, সব কিছুই সেরে ফেলা যায় এক নিমেষে। কিন্তু সাধারণত এই অ্যাপে সকলে একটি ব্যাংক অ্যাকাউন্ট সংযোগ করেন। সেই অ্যাকাউন্ট থেকেই টাকা যাবতীয় লেনদেন চলে। কিন্তু জানেন কি একাধিক অ্যাকাউন্ট সংযোগ করতে পারেন ‘গুগুল পে’-অ্যাপে?

Advertisement

[আরও পড়ুন: মোবাইলে এবার মিলবে না পুজোর খবর, বন্ধ হয়ে গেল লালবাজারের ‘উৎসব’ অ্যাপ]

জেনে নিন কিভাবে ‘গুগুল পে’-অ্যাপে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন।
১. প্রথমে ‘গুগল পে’-অ্যাপ খুলে উপরের ডানদিকের তিনটি বিন্দুতে ক্লিক করুন।
২. এরপর সেটিং অপশনটি বেছে নিয়ে ‘পেমেন্ট মেথড’-এ যান।
৩. ‘পেমেন্ট মেথড’ এ গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করুন।
৪. এবার এখানে আপনার ব্যাংত বেছে নিন।
৫. এরপর ডেবিট/ক্রেডিট কার্ডের শেষ ৬টি সংখ্যা ও মেয়াদ শেষের তারিখ দিন।


৬. ব্যাংক ভেরিফাই হয়ে গেলে ‘ক্রিয়েট ইউপিআই পিন’ অপশনে গিয়ে পিন তৈরি করুন।
৭. এরপর ব্যাংক থেকে প্রাপ্ত কোডটি ভেরিফাই করুন।
৮. এখানে ‘অ্যাড নিউ ইউপিআই পিন’-অপশনে পিন দিয়ে কনফার্ম করুন। এভাবেই নতুন আরও একটি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন আপনার ‘গুগুল পে’-অ্যাকাউন্টে।

জেনে নিন নতুন অ্যাকাউন্টটি যুক্ত করার পর পুনরায় আগের অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে কী করবেন।

১. প্রথমে অ্যাপের ডানদিকের উপরে তিনটি বিন্দুতে ক্লিক করুন।
২. পেমেন্ট মেথডে গিয়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে ব্যবহার করবেন সেটিকে প্রাইমারি হিসেবে বেছে নিন। ব্যস এভাবেই সহজেই একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে ঘরে বসেই সেরে ফেলুন কাজ।

[আরও পড়ুন: পুজোর আগে সুখবর, অক্টোবরেই ভারতের বাজারে আসছে Samsung Galaxy Fold]

The post একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন Google Pay-তে, জেনে নিন কীভাবে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার