shono
Advertisement

হাওড়া ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা বাসের

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
Posted: 04:28 PM Mar 15, 2024Updated: 05:00 PM Mar 15, 2024

অরিজিৎ গুপ্ত, হাওড়া: দিনের ব্যস্ততম সময়ে ভয়াবহ বাস দুর্ঘটনা হাওড়া ব্রিজে (Howrah Bridge)। হাওড়ার (Howrah) দিক থেকে কলকাতার দিকে আসছিল ১২বি মেটিয়াব্রুজ-হাওড়া স্টেশন রুটের বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ব্রিজের একটি পিলারে ধাক্কা মারে বাসটি। ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় সেটির সামনের অংশ। ঘটনায় আহত হয়েছেন ৮ থেকে ১০ জন যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ঠিক কী ভাবে ঘটল দুর্ঘটনা? আসলে হাওড়া ব্রিজে সাধারণত সব সময় গাড়ির চাপ থাকে। নির্দিষ্ট গতিতে গাড়ি চালাতে হয় চালকদের। সেই জায়গা থেকে জানা গিয়েছে, চলতে চলতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এর পরই তা ব্রিজের একদম শেষের দিকের পিলারে সজোরে ধাক্কা মারে। জানা গিয়েছে, বাসে সেই সময় প্রায় কুড়ি জন যাত্রী ছিলেন। বাস পিলারে ধাক্কা মারলেও চালকের কিছু হয়নি বলেই খবর। আহত যাত্রীদের কারও মাথা ফেটেছে, কারও হাত কেটে গিয়েছে। অনেকেই বাস থেকে রাস্তায় ছিটকে পড়েন। যাত্রীরা জানিয়েছেন, বাসটি দুর্ঘটনার কবলে পড়ার আগের মুহূর্তে চালক গতি বাড়িয়ে দিয়েছিলেন।

[আরও পড়ুন: ফের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা, কাজের মাঝেই ঝলসে গেলেন ৪ শ্রমিক]

আহত এক যাত্রী বরুণ পাত্রের কথায়, “বাসটি হাওড়া ঢোকার মুখে বাঁদিকে পিলারে গিয়ে ধাক্কা মারে। সেই সময়ে বাসে প্রায় ২০ জন মতো ছিলাম। আমরা কয়েকজন আহত হয়েছি। মনে হচ্ছে ব্রেক ফেলের ফলেই এটা হয়েছে।” আরেক আহত যাত্রী ছায়া অধিকারী বলেন, “আমি সামনে বসেছিলাম। ধাক্কা লাগার পরে ছিটকে রাস্তায় পড়ে যাই। মনে হচ্ছে পা ভেঙে গিয়েছে। দাঁড়াতে পারছি না।”

[আরও পড়ুন: পুরুলিয়ায় সুষ্ঠু ভোটে চ্যালেঞ্জ দীর্ঘ ঝাড়খণ্ড সীমানাই, চিহ্নিত নতুন নাকা পয়েন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement