shono
Advertisement

দুঃসহ যন্ত্রণা নিয়ে হাওড়ায় বিরল রোগের শিকার শিশু

অপারেশন করালেই যে সমস্যা মিটবে সেটাও নিশ্চিত নয়! The post দুঃসহ যন্ত্রণা নিয়ে হাওড়ায় বিরল রোগের শিকার শিশু appeared first on Sangbad Pratidin.
Posted: 06:35 PM Nov 06, 2016Updated: 01:05 PM Nov 06, 2016

স্টাফ রিপোর্টার: বিরল এক রোগ নিয়ে জন্ম নিল এক শিশু৷ শিশুটির পায়ুর উপরে কোমরে জন্মের সময় লাল রংয়ের স্বচ্ছ গোল মাংসপিণ্ড দেখা যায়৷ প্রতিদিনই সেই মাংস পিণ্ড বাড়তে থাকে৷ সেখান থেকে ক্রমশ রস বেরিয়ে আসছে৷ পাশাপাশি দু’-তিন মিনিট অন্তরই করে ফেলছে পায়খানা ও প্রস্রাব৷ শনিবার শিশুটির বয়স আঠারো দিনে পড়ে৷ আঠারো দিনের এই শিশু জন্মের পর থেকেই দুঃসহ যন্ত্রণা ভোগ করছে৷ তাকে যেমন চিৎ করে শোয়ানো যাচ্ছে না, তেমনি ক্রমাগত পায়খানা-প্রস্রাব করায় বাড়ির লোকজনের ঘুম ছুটেছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের নাম ‘স্পাইনা বিফিডা’৷

Advertisement

এই জটিল রোগটি হয় স্পাইনাল কর্ড ত্রুটিপূর্ণভাবে বেড়ে উঠলে৷

হাওড়ার শ্যামপুর মোড়ের বাসিন্দা গৌতম মান্নার স্ত্রী ওই শিশু সন্তানের জন্ম দিয়েছেন৷ শিশুটিকে প্রাথমিকভাবে দেখে এসএসকেএম-এর চিকিৎসকরা জানান, বিরল ওই রোগের চিকিৎসা নেই৷ অপারেশন করলেও কী ফল দাঁড়াবে তাও অনিশ্চিত৷ এর পর রোগের গতিপ্রকৃতি জানতে এমআরআই করা দরকার৷ জানুয়ারি মাসে এমআরআই-এর প্রতিশ্রুতি দেওয়া হয় হাসপাতাল থেকে৷ কিন্তু ক্রমান্বয়ে ফোলা অংশটি বেলুনের মতো ফুলে গিয়ে রস বেরনোতে শনিবার আবার তাঁরা এসএসকেএম হাসপাতালে শিশুটিকে নিয়ে যান৷
শিশুটির কাকা জয়ন্ত মান্না জানিয়েছেন, ডিএমআইতে যোগাযোগ করে সম্প্রতি এমআরআই-এর ডেট পাওয়া গিয়েছে৷ স্নায়ুঘটিত রোগ বলে মনে করছেন চিকিৎসকরা৷ স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. তৃষিত রায় জানিয়েছেন, এই জটিল রোগটি হয় স্পাইনাল কর্ড ত্রুটিপূর্ণভাবে বেড়ে উঠলে৷ পেডিয়াট্রিক নিউরো সার্জন দিয়ে অপারেশন করালেই যে সমস্যা মিটবে সেটাও নিশ্চিত নয়৷ চিকিৎসা সম্পর্কে মান্না পরিবার কিছু না জানতে পারলেও খরচের প্রাথমিক ধারণা তাঁদের দিয়েছেন চিকিৎসকরা৷ তবে সেলুনকর্মী গৌতম মান্না অর্থাভাবে একমাত্র সন্তানকে বাঁচিয়ে রাখার কোনও পদক্ষেপই করতে পারছেন না৷

The post দুঃসহ যন্ত্রণা নিয়ে হাওড়ায় বিরল রোগের শিকার শিশু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement