স্টাফ রিপোর্টার: বিরল এক রোগ নিয়ে জন্ম নিল এক শিশু৷ শিশুটির পায়ুর উপরে কোমরে জন্মের সময় লাল রংয়ের স্বচ্ছ গোল মাংসপিণ্ড দেখা যায়৷ প্রতিদিনই সেই মাংস পিণ্ড বাড়তে থাকে৷ সেখান থেকে ক্রমশ রস বেরিয়ে আসছে৷ পাশাপাশি দু’-তিন মিনিট অন্তরই করে ফেলছে পায়খানা ও প্রস্রাব৷ শনিবার শিশুটির বয়স আঠারো দিনে পড়ে৷ আঠারো দিনের এই শিশু জন্মের পর থেকেই দুঃসহ যন্ত্রণা ভোগ করছে৷ তাকে যেমন চিৎ করে শোয়ানো যাচ্ছে না, তেমনি ক্রমাগত পায়খানা-প্রস্রাব করায় বাড়ির লোকজনের ঘুম ছুটেছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের নাম ‘স্পাইনা বিফিডা’৷
হাওড়ার শ্যামপুর মোড়ের বাসিন্দা গৌতম মান্নার স্ত্রী ওই শিশু সন্তানের জন্ম দিয়েছেন৷ শিশুটিকে প্রাথমিকভাবে দেখে এসএসকেএম-এর চিকিৎসকরা জানান, বিরল ওই রোগের চিকিৎসা নেই৷ অপারেশন করলেও কী ফল দাঁড়াবে তাও অনিশ্চিত৷ এর পর রোগের গতিপ্রকৃতি জানতে এমআরআই করা দরকার৷ জানুয়ারি মাসে এমআরআই-এর প্রতিশ্রুতি দেওয়া হয় হাসপাতাল থেকে৷ কিন্তু ক্রমান্বয়ে ফোলা অংশটি বেলুনের মতো ফুলে গিয়ে রস বেরনোতে শনিবার আবার তাঁরা এসএসকেএম হাসপাতালে শিশুটিকে নিয়ে যান৷
শিশুটির কাকা জয়ন্ত মান্না জানিয়েছেন, ডিএমআইতে যোগাযোগ করে সম্প্রতি এমআরআই-এর ডেট পাওয়া গিয়েছে৷ স্নায়ুঘটিত রোগ বলে মনে করছেন চিকিৎসকরা৷ স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. তৃষিত রায় জানিয়েছেন, এই জটিল রোগটি হয় স্পাইনাল কর্ড ত্রুটিপূর্ণভাবে বেড়ে উঠলে৷ পেডিয়াট্রিক নিউরো সার্জন দিয়ে অপারেশন করালেই যে সমস্যা মিটবে সেটাও নিশ্চিত নয়৷ চিকিৎসা সম্পর্কে মান্না পরিবার কিছু না জানতে পারলেও খরচের প্রাথমিক ধারণা তাঁদের দিয়েছেন চিকিৎসকরা৷ তবে সেলুনকর্মী গৌতম মান্না অর্থাভাবে একমাত্র সন্তানকে বাঁচিয়ে রাখার কোনও পদক্ষেপই করতে পারছেন না৷
The post দুঃসহ যন্ত্রণা নিয়ে হাওড়ায় বিরল রোগের শিকার শিশু appeared first on Sangbad Pratidin.