shono
Advertisement
Howrah Municipal Corporation

১০ বছরে প্রায় দ্বিগুণ জনসংখ্যা, হাওড়ায় পুরসভায় ওয়ার্ড সংখ্যা নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার

ফের আইনি সংশোধন আনতে চলেছে সরকার।
Published By: Subhajit MandalPosted: 09:39 PM Dec 24, 2025Updated: 09:39 PM Dec 24, 2025

মলয় কুণ্ডু: গত ১০ বছরে হাওড়া পুরসভা এলাকায় লোকসংখ্যা কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছে। তাই ওয়ার্ড সংখ‌্যা বাড়ানোর প্রয়োজন। এবার তাই হাওড়া পুরসভায় ৫০-টির বদলে ৬৬টি ওয়ার্ড রেখে দিতে চায় রাজ‌্য। এর জন‌্য ফের আইনি সংশোধন আনতে চলেছে সরকার। বুধবার নবান্নে রাজ‌্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে বলে খবর।

Advertisement

নবান্ন সূত্রে খবর, ওয়ার্ড সংখ‌্যা বাড়াতে গেলে প্রয়োজন ‘হাওড়া পুরসভা আইন, ১৯৮০’-এর সংশোধনের। এদিন মন্ত্রিসভায় বিষয়টি ওঠে। সেখানেই সিদ্ধান্ত হয় এই আইন বদল করতে বিধানসভায় বিল আনা হবে। এর আগে তৃণণূল সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ সালে হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভাকে জুড়ে দিয়ে ৬৬টি ওয়ার্ড করা হয়েছিল। তার আগে হাওড়া পুরসভার অন্তর্গত ছিল ৫০টি ওয়ার্ড। কিন্তু পরে এ নিয়ে প্রশাসনিক জটিলতা দেখা দেয়।

২০২১ সালে ফের বালি পুরসভাকে হাওড়া পুরসভা থেকে আলাদা করা হয়। কিন্তু সেই সিদ্ধান্তে সিলমোহর দেননি তৎকালীন রাজ‍্যপাল জগদীপ ধনখড়। ২০২৫ সালে রাজ‌্যপাল সিভি আনন্দ বোস তাতে অনুমোদন দেন। বালি পুরসভা হাওড়া পুরসভা থেকে বেরিয়ে গেলে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা কমে যাওয়ার কথা। কিন্তু সেটাই চাইছে না নবান্ন। 

প্রশাসন সূত্রে খবর, চারটি বিধানসভা কেন্দ্রে ওয়ার্ড পুনর্বিন্যাস করে অতিরিক্ত ১৬টি ওয়ার্ড হাওড়া পুরসভা এলাকায় হয়েছে। এর মধ্যে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে ওয়ার্ড ভেঙে বা পুনর্বিন্যাস করে অতিরিক্ত ৬টি ওয়ার্ড হয়েছে, শিবপুর বিধানসভা কেন্দ্রে ৫টি, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে ৩টি ও মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে ২টি অতিরিক্ত ওয়ার্ড হয়েছে। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, যে সমস্ত ওয়ার্ডে ২৩ হাজার বা তার বেশি ভোটার রয়েছেন সেই সমস্ত ওয়ার্ড ভেঙেই নতুন ওয়ার্ড তৈরি করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ১০ বছরে হাওড়া পুরসভা এলাকায় লোকসংখ্যা কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছে। 
  • এবার তাই হাওড়া পুরসভায় ৫০-টির বদলে ৬৬টি ওয়ার্ড রেখে দিতে চায় রাজ‌্য।
  • এর জন‌্য ফের আইনি সংশোধন আনতে চলেছে সরকার।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার