অরিজিৎ গুপ্ত, হাওড়া: শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে টানাপোড়েন এখনও জারি। এরই মাঝে দিন কয়েক আগে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এবার নবান্ন চত্বর-সহ গোটা হাওড়া ভরে গিয়েছে রাজীবপন্থীদের পোস্টারে। হাওড়া স্টেশন-সহ বিভিন্ন এলাকায় নজরে পড়ছে এই পোস্টার।
শনিবার টালিগঞ্জের অনুষ্ঠানে দাঁড়িয়ে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বলেছিলেন, “দলে যারা স্তাবকতা করে তাঁদের নম্বর বেশি। আমি পারি না বলে আমার নম্বর কম।” শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনার মাঝে সে প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বনমন্ত্রীর দাবি, “শুভেন্দু অধিকারী চলে গেলে দলে বিশাল শূন্যতা তৈরি হবে।” এ বিষয়ে দলীয় নেতৃত্বকে আত্মসমীক্ষার পরামর্শ দিয়ে তিনি বলেন, “নেতাদের এত কেন ক্ষোভ-বিক্ষোভ অনুসন্ধান জরুরি। এসব আরও আগে ভাবা উচিত ছিল।” তাঁর আক্ষেপ, “যারা মাঠেঘাটে
কাজ করে, তারা প্রাধান্য পায় না। ক্ষমতালোভীরা জায়গা পাচ্ছে দলে। ভালকে খারাপ, খারাপকে ভাল বললেই মুশকিল।” এই ঘটনার পরই কলকাতার বিভিন্ন এলাকায় রাজীবের সমর্থনে পোস্টার দেখা যায়। এরপর রবিবার হাওড়া জুড়ে দেখা যায় রাজীবের সমর্থনে পোস্টার।
[আরও পড়ুন: রাজ্য পুলিশকে ‘হিজড়া’র সঙ্গে তুলনা! অশালীন মন্তব্যের জেরে ফের বিতর্কে দিলীপ ঘোষ]
রবিবার রাতে নবান্নের সামনের রাস্তা, হাওড়া স্টেশন, হাওড়া ময়দান, হাওড়া কোর্ট, দানেশ শেখ লেন, কোনা এক্সপ্রেসওয়ের মতো বিভিন্ন এলাকায় দেখা যায় পোস্টার। তবে কী শুভেন্দুর পথেই হাঁটছেন রাজীব বন্দ্যোপাধ্যায়? দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ, একের পর এক পোস্টার কি দলবদলের ইঙ্গিত? উত্তরটা না বলেই দাবি বনমন্ত্রীর ঘনিষ্ঠদের। তাঁদের দাবি, দলবদলের কোনও পরিকল্পনা নেই রাজীব বন্দ্যোপাধ্যায়।