shono
Advertisement

Breaking News

হৃতিকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি, অনুরাগীর উপর রেগে আগুন অভিনেতা, ভাইরাল ভিডিও

হৃতিকের ধমক খেয়ে হতবাক যুবক।
Posted: 02:39 PM Sep 10, 2022Updated: 11:29 PM Sep 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃতিকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপাকে পড়লেন এক অনুরাগী। হাতে ফোন ক্যামেরা নিয়ে হৃতিকের গা ঘেঁষে ছবি তুলতে গিয়েই রীতিমতো ভ্যাবাচ্যাকা অবস্থা এক যুবকের। একটু বেশিমাত্রায় হৃতিকের কাছাকাছি চলে আসায় ক্ষেপে যান অভিনেতা। বিরক্ত হয়েও অনুরাগীকে ঠেলে একপাশে সরিয়ে দেন। চিৎকারও করে ওঠেন হৃতিক। গোটা ঘটনাটি ঘটেছে হৃতিক ও সইফের নতুন ছবি ‘বিক্রম-ভেদা’র (vikram vedha) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। ভিডিওটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

প্রসঙ্গত, মুখোমুখি বলিউডের দুই হ্যান্ডসাম নায়ক। দুজনেই মারকুটে। একজন ভালর জন্য লড়ছেন, তো আরেকজন লড়ছেন খারাপের হয়ে। সত্য ও মিথ্যার এক আজব লড়াই। ঠিক এরকমই গল্প নিয়ে তৈরি হয়েছে হৃতিক রোশন ও সইফ আলি খানের ‘বিক্রম ভেদা’ (Vikram vedha)। এবার সেই ছবিরই ট্রেলার এল প্রকাশ্যে। এর আগে ২০০২ সালে হৃত্বিক ও সইফকে দেখা গিয়েছিল ‘না তুম জানো না হাম’ ছবিতে।

বলিউড এখন বয়কট বিতর্কে বিদ্ধ। আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’, তাপসী পান্নুর ‘দোবারা’ ছবিকে বয়কট করা নিয়ে তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়ায়। বক্স অফিসেও এই ছবি গুলোর দশা একেবারে বেহাল। অন্যদিকে, ছবি মুক্তির আগেই বয়কট বিতর্কে ঢুকে পড়েছে আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ এবং হৃত্বিক ও সইফের ‘বিক্রম ভেদা’। তবে এই বিতর্ক, শোরগোলের মাঝেও বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ্যে এনে সবার নজর কেড়ে নিল ‘বিক্রম ভেদা’। সইফ ও হৃতিকের এই ছবির ট্রেলারই বুঝিয়ে দিল বহুদিন পর সিনেপর্দায় কোমর বেঁধে নামতে চলেছেন হৃতিক রোশন!

[আরও পড়ুন: ‘৬০০ কোটি টাকা পুড়িয়ে দিল করণ!’, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সমালোচনায় কঙ্গনা রানাউত]

ট্রেলারটি একেবারেই অ্যাকশনে ভরা। ঝলক দেখে যা বোঝা যাচ্ছে, এই ছবির গল্প ভাল ও মন্দের লড়াই। শুধু তাই নয়, জানা গিয়েছে, জনপ্রিয় লোককথা বিক্রম-বেতালের গল্পের আদলেই এই ছবির গল্প এগোবে। যেখানে সইফকে দেখা যাবে পুলিশের ভূমিকায় আর অন্যদিকে হৃতিক খলনায়ক! পুলিশের হাতে পরে একেক সময় একেক গল্প শোনাবে। তারপরে পুলিশের চোখে ধুলো দিয়ে হৃতিক চম্পট।

ইতিমধ্যেই এই ট্রেলার দেখে হৃতিক অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু। হৃত্বিকের নতুন অবতার চমকে দিয়েছে সবাইকে। অনেকেই বলছে, বহুদিন পর এই ছবির মধ্যে দিয়েই হৃতিক পকেটে পুরবেন হিট। ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর।

[আরও পড়ুন: ছবির শুটিংয়ে এসেছিলেন রানি এলিজাবেথ, সেই স্মৃতি স্মরণ করে আবেগঘন কমল হাসান ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement