অর্ণব আইচ: পুজোর মুখে খাস কলকাতার (Kolkata) এলিয়ট রোডের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় পৌনে ২ কোটি টাকা উদ্ধার করল এসটিএফ। মিলেছে প্রচুর সোনার গয়না ও ল্যাপটপ। কী কারণে বাড়িতে রাখা হয়েছিল ওই বিপুল পরিমাণ অর্থ, তা জানতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, এসটিএফের কাছে খবর ছিল এলিয়ট রোডে মহম্মদ ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও গয়না রাখা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই সোমবার গভীর রাতে ওই বাড়িটিতে হানা দেয় এসটিএফের আধিকারিকরা। সেখানে তল্লাশি চালাতেই একটি সুটকেটে মেলে নগদ ১.৬২ কোটি টাকা, প্রচুর গয়না, ২ টি ল্যাপটপ ও ২ টি মোবাইল।
[আরও পড়ুন: করোনার প্রকোপ কমলেই কার্যকর হবে CAA, নির্বাচনের দামামা বাজিয়ে ঘোষণা নাড্ডার]
কিন্তু কেন মজুত করা হয়েছিল এই বিপুল পরিমাণ অর্থ? তদন্তকারীরদের কথায় সে বিষয়ে ওই বাড়ির কেউ-ই মুখ খোলেনি। ঘটনার সময় সেখানে ছিল না মহম্মদ ইমরানও। তবে তাঁকে নাগালে পেলেই রহস্যভেদ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এদিনই কলকাতা থেকে বেআইনি অস্ত্র-সহ দুজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃতদের নাম সুজাত গোস্বামী ও মহম্মদ শাহিদ।