shono
Advertisement

রাস্তায় পড়ে পুলিশকর্মীর রক্তাক্ত দেহ, ছবি তুলতেই ব্যস্ত পথচারীরা

প্রায় আধ ঘণ্টা ধরে এভাবেই পড়েছিল মহেশ কুমারের দেহ৷ এই অমানবিকতাই কি তাঁর প্রাপ্য ছিল? The post রাস্তায় পড়ে পুলিশকর্মীর রক্তাক্ত দেহ, ছবি তুলতেই ব্যস্ত পথচারীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:23 PM Jan 30, 2017Updated: 12:53 PM Jan 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার পাশে প্রায় আধ ঘণ্টা ধরে পড়ে থাকল রক্তাক্ত পুলিশকর্মীর দেহ৷ কেউ বাড়াল না সাহায্যের হাত৷ দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন অবশ্য অনেকেই, তবে ‘বিরল’ এই মুহূর্তকে শুধুই মোবাইলে ছবি হিসেবে তুলে রাখার জন্য৷ অমানবিকতার এই চরম নিদর্শন দেখা গেল মাইসুরু-টি নারাসিপুরা রোডে৷

Advertisement

অফিসেই উদ্ধার মহিলা তথ্য-প্রযুক্তি কর্মীর দেহ, গ্রেফতার নিরাপত্তাকর্মী

জিপে করে যাচ্ছিলেন সাব-ইন্সপেক্টর মহেশ কুমার৷ প্রথমে উল্টোদিক থেকে আসা একটি বাইককে ধাক্কা মারে তাঁদের জিপটি৷ এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জিপের চালকের৷ আহত অবস্থায় জিপের ভিতরেই কাতরাচ্ছিলেন মহেশ৷ প্রায় আধ ঘণ্টা ধরে ওইভাবেই পড়েছিল তাঁর রক্তাক্ত দেহ৷ অনেক পথচারীই পাশেই দাঁড়িয়েছিলেন৷ তবে সাহায্যের জন্য নয়, এই দৃশ্যের ছবি তুলে রাখার জন্য৷

সাংবাদিকদের ‘দালাল’ বললেন কেজরি!

একটি সংবাদ সংস্থাকে মাইসুরুর এসপি জানান, প্রায় ২৫ মিনিট পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশের দল৷ মহেশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়৷ কিন্তু ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যুর কাছে নতি স্বীকার করে ফেলেছেন মাইসুরু পুলিশের সাব-ইন্সপেক্টর৷ মাইসুরু পুলিশ হামেশা মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে সচেষ্ট৷ বদলে কী এই পুলিশকর্মীর একটু মানবিক সাহায্য প্রাপ্য ছিল না? প্রশ্ন তুলেছেন অনেকেই৷

২০১৯-এর লোকসভা নির্বাচনেও কংগ্রেস-সপা জোটের ইঙ্গিত

The post রাস্তায় পড়ে পুলিশকর্মীর রক্তাক্ত দেহ, ছবি তুলতেই ব্যস্ত পথচারীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement