সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ভেঙে পড়া ওই বহুতলের প্রমোটারকে। ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে এক মহিলা ও শিশুকে। গ্রেটার হায়দরাবাদ পুরসভার মেয়র বাবা ফাসিউদ্দিন জানিয়েছেন, মৃতদেহের ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে। এবার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার রাতে হায়দরাবাদের নানাক্রামগুদা এলাকায় ভেঙে পড়ে ওই বহুতলটি। বহুতলটির নির্মাণকাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল বলেই জানা গিয়েছে। ভেঙে পড়ার সময় তার মধ্যে ছিলেন নির্মাণকর্মীরা ও তাঁদের পরিবার।
এদিকে ঘটনায় ধৃত আবাসনের প্রমোটার সত্যনারায়ণ সিং এর বিরুদ্ধে গাফিলতি ও অনুমতি ছাড়াই আবাসন নির্মাণের জন্য মামলা রুজু করেছে পুলিশ। মেয়রের নির্দেশে গঠিত হয়েছে একটি তদন্ত কমিটি। আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দেবে।
The post হায়দরাবাদে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ১১ appeared first on Sangbad Pratidin.