সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিতে কে কখন 'প্রত্যাবর্তন' করেন বোঝা সত্যিই মুশকিল। মঙ্গলবার ভোটের ফলাফল সামনে আসার পরই এন চন্দ্রবাবু নায়ডু ও নীতীশ কুমার নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। এনডিএ ছেড়ে তাঁরা ইন্ডিয়া জোটে যোগ দেবেন কিনা এমন গুঞ্জন শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে অবশ্য তেলুগু দেশম পার্টির সুপ্রিমো নাইডু পরিষ্কার করে দিলেন, তিনি কেবলই এনডিএর সঙ্গেই রয়েছেন। তবে পরক্ষণেই তিনি বলেছেন, অন্য কোনও সম্ভাবনা তৈরি হলে তিনি অবশ্যই জানাবেন।
অন্ধ্রপ্রদেশে ঝড় তুলেছে নাইডুর টিডিপি। বিধানসভা নির্বাচনে ১৭৫ আসনের মধ্যে ১৬৪টি আসনেই জিতেছে টিডিপির নেতৃত্বাধীন এনডিএ (NDA)। অন্যদিকে লোকসভা নির্বাচনে ২৫ কেন্দ্রের মধ্যে ১৬টি আসন পেয়েছে তারা। এই পরিস্থিতিতে এনডিএর বৈঠকে যোগ দেবেন চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu) এবং জনসেনা পার্টির প্রধান কে পবন কল্যাণ। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষীয়ান নেতাকে বলতে শোনা গিয়েছিল, ''আমি নয়াদিল্লিতে যাচ্ছি এনডিএর বৈঠকে যোগ দিতে। আমি এনডিএর সঙ্গেই রয়েছিল। যদি কোনও সম্ভাবনা তৈরি হয় আপনাদের জানাব।''
[আরও পড়ুন: শূন্য হাতে হতাশ সিপিএমের মনে হরেক প্রশ্ন]
তাঁর এই মন্তব্যে অবশ্য অনেকে 'বিটুইন দ্য লাইনস' খুঁজে পেয়েছেন। অর্থাৎ এনডিএর সঙ্গে থাকলেও তেমন প্রস্তাব থাকলে তিনি ইন্ডিয়া জোটের কথাও ভেবে দেখতে পারেন। এমনই কি বললেন নায়ডু? জল্পনা অব্যাহত। আবার অনেকে মনে করছেন, নীতীশ 'পল্টুকুমার' হলেও চন্দ্রবাবু এনডিএ ছেড়ে যাবেন না। এদিনের বৈঠকের পর তা আরও পরিষ্কার হয়ে যাবে বলেই নিশ্চিত তাঁরা। এবারের জয়কে 'ঐতিহাসিক জয়' বলে আখ্যা দিয়েছেন তিনি। ফলে তাঁর শিবির বদলের সম্ভাবনা নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
প্রসঙ্গত, ৯ জুন শপথ নেবেন চন্দ্রবাবু নায়ডু। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্য শীর্ষস্থানী বিজেপি নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।